১
মুখ বেঁকিয়ে দাঁত বেরুলেই যায় না বলা হাসি
খুকখুক খুক করলেই যেমন যায় না বলা কাশি
হাসলে যদি কষ্ট করে
ক্যামনে বলি হাসি তারে
মন থেকে যে আসে হাসি, তারেই ভালোবাসি।
২
ভূপেন মোদের খারাপ ছেলে মোটেই নয়
যদিও তার ভাগ্যগুণে বছর বছর ফেল হয়
তবুও সে ভালো ছেলে
হাজারে বা কটা মেলে
মুখে লাগা হাসির ছেলে, আস্ত একটা গুডবয়।
৩
এইটুকুতো আমসত্ত্ব, এতেই তোমার বাড়াবাড়ি
সমান করে ভাগ করো, করছো কেন কাড়াকাড়ি?
সব নিলে যে তোমার ভাগেই
বলছি শোনো ভীষণ রাগেই
ইচ্ছে হলে সব নিয়ে যাও, তোমার সাথে আড়ি!
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৩