আফসোস নেই আমার –
সিডনি, ভিয়েনা, নিউইয়র্কে জন্ম হয় নি বলে;
আফসোস নেই আমার –
প্যারিস, ভেনিস কিংবা লন্ডনে জন্ম হয় নি বলে।
আফসোস নেই আমার –
অতি প্রাচুর্যতায় জীবন প্রলেপিত হয় নি বলে,
রোবট আর যন্ত্রে জীবন নিয়ন্ত্রণহীন হয় নি বলে।
আফসোস নেই আমার –
আবেগ সহনাভূতি এখনো এখানে হারায় নি বলে,
আধুনিকতায় মৌলিক অনুভূতি বিসর্জিত হয় নি বলে।
আফসোস নেই আমার –
জন্মেই মাটির গন্ধ পেয়েছিলাম বলে,
জলাসিক্ত হাওয়ায় খবর পেয়েছিলাম অবিলম্বে –
এক দারুণ বর্তমান ঐশ্বরিক পৃথিবীর
সদ্য অঙ্কুরিত জীবনে লেগেছিল ধূলো, জল।
আফসোস নেই আমার–
গায়ে লেগেছিল নীল-সবুজের আস্তরণ বলে।
বরং প্রাপ্তির খাতায় এক নিদারুণ শূন্যতা রয়ে যেত
এই বাংলার কোন গাঁয়ে জন্ম না হলে।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২১ সকাল ৯:২৪