সেই ভালো, যেদিন নিস্তব্ধ নিশীথ পৃথিবীর বুকে
ভাববো না আর, আছি কি সুখে?
ভাববো না কবে কে বলেছিল – এই নাও আশা;
মিটে দিয়ো দাম, দিয়ে ভালোবাসা।
আঁধারের সাথে এক হয়ে মিশে
ভাববো না, রয়ে গেলো জীবনে কি অধরা?
থাকবে না বারবার মরে গিয়ে, ফিরে এসে –
আবার সেই দম নিয়ে ছুটে চলার তাড়া।
আলো আমি চাইবো না, যত দূরে ভালো তত
একলা জগতের একলা পথের যাত্রী;
যদি দূরে থাকে অনিয়ম, নিদারুণ বেদনা যত
তবে না ফুরাক এই রাত্রি।।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৪