মহামতি আলেকজান্ডারকে নিয়ে জড়িয়ে আছে রহস্যের পর রহস্য, আছে অনেক কল্পকাহিনী, আলেকজান্ডার রোমান্স যা পরিচিত। তার অনেকাংশের সাথে অধিকাংশ ইতিহাসবিদ একমত না হলেও, কিছু রহস্য এখনও কোন সমাধানে পৌঁছায়নি বা ঐকমত্যে পৌঁছাতে পারেনি সবাই।
আলেকজান্ডারের ভারত আক্রমনের এমনই এক রহস্যমাখা গল্প ক্রিস্টোফার ডয়েলের দ্বিতীয় উপন্যাস আর মহাভারত কোয়েস্ট সিরিজের দ্বিতীয় গল্প দ্য আলেকজান্ডার সিক্রেটের ভিত। দ্য মহাভারত কোয়েস্ট থেকে কাহিনী পরম্পরাই আসে এ গল্প, প্রকাশিত হয় ২০১৪ সালে।
বায়োটেরিরিজমের সাথে লড়তে গিয়ে ইন্ডিয়ান ইন্টিলিজেন্স ব্যুরো খুঁজে পায় হাজার বছর ধরে লুকিয়ে থাকা এক অমৃতের, তার জড়িত থাকা এক সংঠনের। নাম অর্ডার, নিজেদের গোপনীয়তা রক্ষায় বা লক্ষ্য পূরণে কিছু করতেই যারা পিছপা হয় না। ইমরান কীরবাঈ, এলিস, রাধা, কলিন আর শুকলা যখন জেনে যায় সে মিশনের কিছু তথ্য, অর্ডারের দৃষ্টিতে পড়ে তারা। সেখান থেকেই গল্প শুরু।
উপন্যাসের থিমটি বেশ আকর্ষনীয়। ইতিহাস, আর থ্রিলের সংমিশ্রনে মন ফেরানো কষ্টকর হয়ে যাবে পাঠকের জন্যে। প্রথমদিকে আলাদা আলাদা গল্পে একটু সংশয়ী হয়ে উঠলেও, কিছুদূর যাওয়ার পরেই পাওয়া যায় তাদের মধ্যে সংযোগটা কোথায়। এরপর থেকেই তরতর করে শেষ পর্যন্ত পড়ে যাওয়া। গল্প কিন্তু এখানেই শেষ নয়, বাকী অংশ জানতে পড়তে হবে এর সিক্যুয়েল - দ্য সিক্রেট অব ড্রুয়েড।
বইয়ের নাম: দ্য মহাভারত কোয়েট : দ্য আলেকজান্ডার সিক্রেট
লেখক: ক্রিস্টোফার সি. ডয়েল (ভারতীয়)
ধরণ: থ্রিলার
পৃষ্ঠা: ৩৮৬
(রিভিউটি আমার ব্লগেও] প্রকাশিত)
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯