ওপেন সিকিউরিটি বা মুক্ত নিরাপত্তা বিষয়টি প্রযুক্তি ব্যবহারের পদ্ধতিটিই আমূলে পালটে দিয়েছে। প্রযুক্তির উদ্দেশ্য যে কখনই সহজতর হওয়া ছিলো না, তা আমরা অনেকদিন বুঝিনি বা আমাদের বুঝতে দেয়া হয়নি। নিজ হাতে খেতে না শিখলে আপনি আজীবনই ভুগবেন। অন্যে খাইয়ে দিবে, কি খাওয়াচ্ছে তাও প্রশ্ন থেকে যায়। ব্যবহারকারী কখনও গর্ধব নয়, আর সফটওয়্যার নির্মাতারা ব্যবহারকারীকে গর্ধব ভাবতে থাকলে, তারা গর্ধবই ভাবতে থাকবে নিজেদের। এখানেই আসে ওপেন সিকিউরিটির বিষয়টি, ব্যবহারকারী নিজে নিজের নিরাপত্তা নিয়ে সচেতন হতে হবে, আগের সিকিউরিটি থ্রো অবসিকিউরিটির দিন এখন নেই। এখানেই গ্নু/লিনাক্সের কার্যকারিতা, আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিবেন, কি ব্যবহার করবেন, কীভাবে নিজেকে নিরাপদ রাখবেন, আপনি দেখছেন আপনার কম্পিউটার কি করছে, আপনি কি করছেন, কি চাচ্ছেন!
প্যারাবোলা গ্নু/লিনাক্স-লিব্রে, একটি পরিপূর্ণ ফ্রি গ্নু/লিনাক্স ওএস
আর ফ্রি সফটওয়্যার মানে কখনও এটা নয়, সফটওয়্যারটি কিনতে হবে না। ফ্রি সফটওয়্যার মানে, সফটওয়্যারটির কোড দেখার, পরিবর্তনের স্বাধীনতা আপনি রাখেন।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩