১১ পৃষ্ঠার ছোট পুস্তিকা। এ ছোট পুস্তিকায় উঠে এসেছে বাঙালি মুসলমানের উত্থান, পতন, তাদের মনস্তত্ত্ব ও এসবের পেছনে অন্যতম প্রভাব কি এবং কারা। বেনেদিত্তো ক্রোচের একটি উক্তির উপর ভিত্তি করে লেখক এ পুরো একটি সম্প্রদায়ের মনস্তত্ত্ব ব্যাখ্যা করেছেন সাহিত্যকে মাপকাঠি ধরে। পুঁথিসাহিত্যে ফারসি ও উর্দু শব্দের ব্যবহারের, পরোক্ষভাবে ধর্মীয় কারণে জগাখিচুড়ি শংক্র ভাষা উর্দুর উৎপত্তি থেকে উনি দেখিয়েছেন উপমহাদেশে ইসলাম গ্রহণের কারণ, পরবর্তীতে সে মুসলমানদের, যাদের অধিকাংশই বাঙালি কীভাবে বিভিন্ন বিদ্বেষের ভেতর দিয়ে আসতে হয়েছে। এ দীর্ঘ সময়ে বাঙালি মুসলমানদের মনোজগত বা চিন্তা-চেতনায় যে উল্লেখযোগ্য পরিবর্তন আসে নি, তার পেছনের কারণও বলেছেন।
উপসংহারে লেখক, ইসলাম বা বাঙালি সংস্কৃতি কাওকেই দোষেননি এ পশ্চাৎপদতার কারণে।
বহুলপঠিত একটি বই। বইটি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। আমি মনে করি, অবশ্যপাঠ্য।
(রিভিউটি আমার সাইটেও প্রকাশিত হয়েছে)
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬