তোমাকে হারানোর পর—
আমার হৃদপিণ্ড শত শত বিষাক্ত পিপড়ায় সয়লাব।
শিরায় শিরায় তাদের নির্লজ্জ চলাফেরা।
তোমাকে হারানোর পর—
আমার স্মৃতির অন্ধকারে জাগে পোষা বাদুড়।
তার পাখা ঝাপটানোর শব্দে এখনকার রাতগুলোয়
আমার আর ঠিক ঘুম হয় না।
তোমাকে হারানোর পর—
মনে হয় গলায় জমে আছে কয়েক ফালি কাঁদাজল
বাঁচার আকুতিতে গা ছাপটাচ্ছে মুমূর্ষু ফলি।
তোমাকে হারানোর পর,
তুমি চলে যাওয়ার পর,
আমার কিছুই আর আগের মত নেই।
রোদে ঝলসাই এখন পুরোনো আবেগ।
(আত্মকথন ১৩ সেপ্টেম্বর, ২০১৮)
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫