আমার sony ericsson 790i ফোনে কিছুদিন যাবত অপেরা মিনি ৫ ব্যবহার করছি। ব্রাউজারটির বিভিন্ন ফিচার মোবাইল ফোনে ইন্টারনেটের ব্রাউজিং অনেক সুবিধা করে দিয়েছে। অপেরা মিনি ৫ এর ব্যপারে প্রয়োজনীয় টিপস এখানে তুলে ধরছি। আশা করি পাঠকদের কাজে আসবে।
বাংলা ফন্ট দেখাঃ ব্রাউজারের address bar এ about:config লিখে go চাপুন। এখানে অপেরা মিনি ৫ এর কনফগারেশন পেজ ওপেন হবে। এখান থেকে use bitmap fonts for complex script অংশে ড্রপ ডাউন বক্স থেকে yes সিলেক্ট করে দিন। নিচে save ক্লিক করুন। বাংলা ফন্ট দেখা যাবে।
অপেরা মিনি ৫ এ উইন্ডোজের মত right click করাঃ অপেরা মিনি ৫ এ আপনি রাইট ক্লিক এর কাজটি করতে পারেন 1 চেপে। টাচ্ স্ক্রিন সেটের জন্য একটু দীর্ঘ সময় স্ক্রীনে চাপলে রাইট ক্লিকের কাজ হবে। এক্ষেত্রে একটি "context" menu দেখা যাবে। "context" menu'র কিছু ব্যবহারঃ
স্পিড ডায়েল বাটনের address edit করতে এই মেনু থেকে clear অথবা edit ক্লিক করুন।
স্ক্রীন থেকে text copy করতে হলে এই মেনু ব্ভহার করতে পারেন। এখান থেকে text সিলেক্ট করে ওয়েবে সার্চও করতে পারেন।
যেকোনো লিঙ্কে "context" menu ব্যবহার করে text সিলেক্ট করতে পারেন অথবা লিঙ্কটি অন্য একটি tab এ খুলতে পারেন।
image এ "context" menu ব্যব্হার করে imageটি দেখতে পারেন অথবা আপনার ফোনে save করে রাখতে পারেন।
ব্রাউজার full screen করতে পরপর দুইবার * চাপুন।