তুমি
সুমন;অর্থহীন
তুমি আসলে আবার অন্য রূপে
তুমি বাসলে ভালো আমারে
তুমি আসলে আবার অন্য রূপে
তুমি বাসলে ভালো আমারে
আমার এ গান শুধু তোমায় নিয়ে
আমার এ মন শুধু তোমায় ভাবে
তবুও কেন তুমি কাদো
এই তো আমি চেয়ে দেখো
তুমি নিলে আমায় আপন করে
এক রাশ ভালোবাসা বুকে নিয়ে
তুমি নিলে আমায় আপন করে
এক রাশ ভালোবাসা বুকে নিয়ে
আমার এ গান শুধু তোমায় নিয়ে
আমার এ ম শুধু তোমায় ভাবে
তবুও কেন তুমি কাদ
এইতো আমি চেয়ে দেখ
আমিতো তেমারই জন্য
গেয়ে যাব গান
আমার এই হৃদয় মাঝে
শুধু তোমার নাম
আমিতো তেমারই জন্য
গেয়ে যাব গান
আমার এই হৃদয় মাঝে
শুধু তোমার নাম
আমার এ গান
শুধু তোমায় নিয়ে
আমার এ মন শুধু তোমায় ভাবে
তবুও কেন তুমি কাদ
এইতো আমি চেয়ে দেখ
তুমি আসলে আবার অন্য রূপে
তুমি বাসলে ভালো আমারে
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৯ দুপুর ২:২৮