টুনটুনে টিনু আর টনটনে টেনন দুজনে দুজনার আদর্শিক ভাই। সেই ছাত্রাবস্থা থেকেই একই আদর্শ ধারণ করে বড় হয়েছেন। আদর্শে উজ্জীবিত হয়ে এবং আদর্শিক তান্ত্রিক গুরুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ক্রমাগত অন্য মতাদর্শ বিশেষ করে ধর্মীয় মতাদর্শের বিরুদ্ধাচারণ করেছেন, বিষোদগার করেছেন। তবে যখন একটু বড় হয়েছেন, পরিচিতি বেড়েছে তখনো করেছেন, তবে একটু মার্জিত ভাষায়।
অতঃপর যখন আদর্শের সাথে কম্প্রোমাইজ করে ক্ষমতার স্বাদ পান, তখন তাদের চৈতন্যের উদয় হয়। তারা ধার্মিক হতে শুরু করেন, উপাসনালয়ে যাওয়া আসা করতে লাগেন। এমনকি হজ্বব্রত পালনে দৃঢ় সংকল্পবদ্ধ হোন এবং পবিত্রভূমি মক্কা ও মদিনার উদ্দেশ্যে গমণ করেন।
একজন ধার্মিক হিসেবে, তোমাদের এ পরিবর্তনকে অন্তর থেকে স্বাগত জানাই। কেননা, তোমরা যে এখন আমারো আদর্শিক ভাই। তবে মনে প্রশ্ন জাগে, তোমাদের এ ধার্মিকতা লোক দেখানো বা ক্ষমতা কেন্দ্রিক নয়তো! আশা করি, আমার এ সন্দেহ ভুল প্রমাণিত হবে। অন্যথা, তোমরা জাতির সামনে অত্যন্ত জঘন্য এক দৃষ্টান্ত স্থাপন করবে, ধর্মব্যবসায়ী হিসেবে চিহ্নিত হবে।