ইন্টারনেট এর যেমন ভাল দিক আছে তেমনি এর ক্ষতিকর দিকও কিন্তু কম নয়।ইন্টারনেট খারাপ একটি দিক হল অশ্লীন ভিডিও কিংবা পর্নোগ্রাফির সহজলভ্যতা এবং শেয়ারিং এ স্বাধীনতা।এই পর্নোগ্রাফির সহজলভ্যতার কারণে খুব সহজেই এতে আকৃষ্ট হয়ে পড়ছে শিশু থেকে শুরু করে তরুণরা।আপনার অগোচরেই হয়তো আপনার কম্পিউটার থেকে আপনার সন্তান কিংবা ভাই-বোন হয়ে পড়ছে পর্নোগ্রাফিতে আসক্ত।কিছুদিন আগে সময় টেলিভিশানে এক প্রতিবেদনে ইন্টারনেট এর এই কুফল সম্পর্কে করা এক প্রতিবেদনে তাক লাগানো কিছু তথ্য উঠে এসেছে।
আধুনিক এই যুগে বাবা-মায়ে কিংবা শিক্ষিত লোকজন ছেলেমেয়েদের ইন্টারনেট তুলে দেওয়া তেমন ক্ষতিকর কিছু না মনে করলেও সবার উচিৎ ছোটদের ইন্টারনেট ব্যবহারের সময় কি করছে বা কোন ওয়েবসাইটে যাচ্ছে তার উপর লক্ষ্য রাখা।কাজটি করার জন্য আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না।ব্রাউজিং হিস্টোরী চেক করলেই খুব সহজেই এটি খুজে পাবেন।এছাড়া ওপেন ডিএনএস ব্যবহার করে আপনি পর্নো ওয়েবসাইট সমূহকে ব্লক করে দিতে পারেন।ওপেন ডিএনএস ব্যবহার করে কিভাবে পর্নোওয়েবসাইট ব্লক করবেন সেটি নিয়ে একটা লেখা লিখলাম।লেখাটা পাবেন এই লিংক এ।
সামুতে ইমেজ আপলোড করলে রিসাইজ হয়ে লো কোয়ালিটির হয়ে যায় তাই এখানে দিতে পারলাম না বলে দুঃখিত।
অফটপিকঃ Access Control System নিয়ে কারো আগ্রহ থাকলে লিংকে ঘুরে আসতে পারেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১২
১. ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১ ০