কমেন্টে ছবি দেবার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১। আপনার ব্লগ লিখুন লিংকে ক্লিক করে ব্লগ লিখার পেজে যান।
২। যে ছবিটি আপলোড করতে চান সেটি ছবি যুক্ত করুন লিংক ব্যাবহার আপলোড করুন।
৩। এবারআপানর কার্সরটি ব্লগ লিখার টেক্সট বক্সে রেখে আপনার আপলোডকৃত ছবিটির উপড় ক্লিক করুন।
৪। অপসান গুলোর মধ্যে থেকে [insert] লিংকে ক্লিক করুন। একটি লিংক আপনার টেক্সট বক্সে চলে আসবে।
৫। এবার লিংকটি কপি করে কমেন্টে পোষ্ট করুন।
কমেন্টে ইউটিউব ভিডিও দেবার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
যে ভিডিওটি দিতে চান তার লিংকের v= এর পরের অংশটুকু কপি করে উপড়ের ছবির মত করে লিখুন।
কমেন্টে লিংক দেবার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১। লাল আন্ডার লাইন করা অংশ আপনার পেজের লিংক।
২। সবুজ আন্ডার লাইন করা অংশ আপনার লিংকের হেডিং।
অডিও ভিডিও ডাউনলোড করার জন্য
আনেক সময় আমারা বিভিন্ন সাইট থেকে গান শুনি বা ভিডিও দেখি যেগুলো ওয়েব পেজের সাথে এমবেডেড করা। এগুলোর কোন ডাউনলোড লিংক থাকে না। যেমন esnips , youtube ইত্যাদি। এই সব সাইট থেকে গান ডাউনলোড করার জন্য খুব ছোট্ট একটা সফটওয়্যারের লিংক দিলাম। এটা সম্পূর্ন ফ্রি। কিভাবে ব্যাবহার করতে হয় তা এখানে পাবেন।