আগের মোবাইলটায় ঠিক ভাবে বাংলা রেন্ডারিং হলেও ছোট স্ক্রীন হওয়ার জন্য ব্লগিং এর জন্য পারফেক্ট ছিলো না , অবশ্য শুধু ব্লগিং বলাটা ঠিক হবেনা কেননা এখনকার ডিভাইসগুলোর ব্যবহার আসলেই বহুমুখি। গেমিং থেকে শুরু করে বই পড়া আর ইন্টারনেট এর কথা নাই বা বলি। অনেকটা প্রায় একটা পুরা পিসি সিস্টেম পকেটে করে নিয়ে চলার মতো ব্যপার ।
সে যাই হোক , আমার এখনকার মোবাইল ডিভাইসটা কেনার পর থেকেই একটা ব্যপার কখনোই ভালো লাগছিলো না - মোবাইলটায় বাংলা ইউনিকোড থাকলেও তা ঠিক মতো রেন্ডারিং হতো না আর যুক্তাক্ষর এবং আ কার ই কার ঠিক মতো দেখা না গেলে বাংলা লিখে মজা নেই। যদিও ওয়েব ব্রাউজের সময় বাংলা ঠিকভাবে দেখাতো। (এন্ড্রয়েড আইস্ক্রিম স্যান্ডুইস বা আইসিএস এ যেকোনো এইচটিএমএল ব্রাউজার ব্যবহার করলে সঠিক ভাবে বাংলা দেখায়।)
কিন্তু আমার মোবাইলে ঠিকভাবে বাংলা দেখা যাচ্ছিলো না; এজন্য অবশ্য নিজের কাছেও খারাপ লাগতো কারন আমি জানতাম যে সনি এক্সপেরিয়া মোবাইল গুলাতে ঠিক ভাবে বাংলা রেন্ডারিং হয়। কিন্তু আমার গ্যালাক্সি y এ ও ঠিক ভাবে বাংলা রেন্ডারিং হতো। তখন বুঝলাম রেন্ডারিং না হওয়ার কারন আমার সেট এর এন্ড্রয়েড রম এশিয়ার হলেও বাংলাদেশ রিজিওনের না।
আজ সাহস করে আমাদের রিজিওনের অফিশিয়াল রম ডাউনলোড করে রুট করলাম। বাহ এখন চমৎকার বাংলা রেন্ডারিং হচ্ছে অথচ স্যামসাং বাংলাদেশের ফেসবুক পেজ এ মেসেজ পাঠানোর পর তারা আমাকে বলেছিলো এটা নাকি ফন্ট বিষয়ক সমস্যা। পুরাই আজব।
যাই হোক; মোবাইলে বাংলা ঠিক মতো লেখা গেলে আর পড়া গেলে সব কিছুই ভালো লাগে আর ব্লগিং তো আরো সহজ হয়ে ওঠে।
এই পোস্ট স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস-এ মায়াবী কীবোর্ড লাইট ব্যবহার করে লেখা।