যারা যারা শীগ্রই কলকাতা - ঢাকা ভ্রমন করবেন তাদের জন্য ।
ঢাকা থেকে কলকাতা গামী প্রচুর বাস আছে । আমি এই মাসের ১৩ তারিখ ঢাকা থেকে রওয়ানা দি্যেছিলাম । কিছু ভালো কিছু মন্দ নিয়ে এই পোস্ট । যারা যাবেন তাদের কাজে আসবে ।
১৩ জুন ২০১৪ । রাত ১১ টার সৌদিয়া ইকোনমি এসি বাস । যাবো কলকাতা । কলকাতা থেকে নিউ দিল্লি । আনন্দ ভ্রমন নয়, পুরোটাই কাজের জন্য ।
রাত ১০.৩০এর আগেই পান্থপথের সৌদিয়া কাউন্টেরে হাজির হলাম। কাউন্টের অনেক যাত্রী । অনেকের গন্তব্যস্থল যশোরের বেনাপোল । রাত ১১ টার বাস অনেক কাহিনি করে রাত রাত ১.১০ এ ঢাকা ছাড়লো । এতো দেরী জানানো টা নিতান্তই অপ্রয়োজনীয়। (যশোর থেকে ছেড়ে আসা বাসে কিছু সমস্যার কারনে বর্ডারে যাত্রীরা হয়রানীর শিকার হইছিলেন, তাই বাস ছাড়তে যথেষ্ঠ দেরী হলো।) । রাত ৩ .৩০ এর দিকে দৌলতদিয়া - পাটুরিয়া ফেরীঘাটে এ বাস থামলো। জানতাম ম্যাক্স ১ ঘন্টা লাগবে । ভাগ্য খারাপ লাগলো তিন ঘন্টা । সকাল ৬টার দিকে ফেরী পার হলাম । আবার দীর্ঘ যাত্রা তারপর সকাল ১০.২০ এর দিকে যশোর বেনাপোল বর্ডারে পৌছালাম ।
সৌদিয়া কাউন্টারে পাসপোর্ট জমা দিলাম সাথে ৩০০ টাকা । সোনালি ব্যাংকে জমা দেবার জন্য । খুব দ্রুত ওরাই করে দিল । ১১টার দিকে ইমিগ্রেশানের জন্য লাইনে দাড়ালাম। (সময় হাতে রাখবেন, অবশ্যই লাইনে দাড়িয়ে কাজ করাবেন । কোন কারনেও পাসপোর্ট দালালের হাতে দিবেন না । টুরিস্ট ভিসা হলে অবশ্যই অফিস থেকে দেয়া নো অবজেকশান লেটার টা রেডী রাখবেন । বোগাস ইমিগ্রেশান অফিসার রা এটা দেখতে চায় । টাকা পয়সা নিয়ে মিথ্যা বলার দরকার নাই । যা ডলার ক্যারি করছেন সেটাই বলে দিন) । দুপর ১২ টার দিকে বাংলাদেশের ইমিগ্রেশান শেষ হলো । এবার বর্ডার ক্রস করে ইন্ডিয়া ডুকলাম। ঐ খানের বর্ডারের নাম পেট্রোপল ।
মনে রাখবেন সৌদিয়া বাস থেকে নেমে গেলে ওরা আপনার বুকে একটা স্টিকার মেরে দিবে । যাতে পেট্রোপল থেকে কলকাতার সৌদিয়া পরিবহন/এসি বাসে আপনাকে চিনে নিতে পারে । মাস্ট ডু দেট। পেট্রোপলের ইমিগ্রেশনেও লাইনে দাড়াতে হলো । খুব বেশী সময় নিল না । তারপর বুকে স্টিকার দেখে ওরাই আমাকে সৌদিয়া বাসের কাউন্টারে নিয়ে গেলো । মনে রাখবেন কাউন্টার থেকে ডলার ভাংগিয়ে রুপী করে নিবেন । ১০০ ডলার ভাংগাবেন । অবশ্যই সার্টিফিকেট নিবেন ডলার ভাংগানোর।
ইচ্ছে হলে একটা মোবাইল সিম নিতে পারেন । বাংলাদেশীদের জন্য কাস্টমাইজ সিম । ২.৩০ রুপী/মিনিটে বাংলাদেশে কথা বলতে পারবেন । শুধু কলকাতা থেকে । অন্য কোন স্টেটে গেলে ১২.০০ রুপী/মিনিট । ইনকামিং / আউটগোইন সব সময় রুপী কাটবে। যাইহোক , সিমের দাম নিবে ২৩০ রুপী ম্যাক্স । একটা সিম কিনে নেয়া ভালো । কাজে আসতে পারে । সিমের সাথে ৫৫ রুপী লোড পাবেন ।
সৌদিয়া কাউন্তার থেকে ২৭০ রুপী দিয়ে পেট্রোপল/বনগাও থেকে কলকাতার টিকেট কাটবেন । তারপর অপেক্ষা করুন । ইচ্চা হলে হালকা -পাতলা নাস্তা করতে পারেন। কিন্তু হোটেল গুলোর অবস্থা এতো ভালো না । আমি লেইস চিপস আর ফান্টা কিনে খাইছিলাম ।
যাই হোক, সৌদিয়ার এসি বাস ৩ ঘন্টা সময় নে্বে কলকাতা যেতে । মাঝখানে অর্কিড নামের একটা রেস্টুরেন্টে থামবে । ২০ মিনিট । ভেজ / নন ভেজ সব খাবার পাওয়া যায় । খেয়ে দেখতে পারেন ।
আজ এই পর্যন্ত । বাকীটুকু আরেকদিন লিখব । ধন্যবাদ
মনে রাখবেন ------
১। ঢাকা থেকে যেকোন এসি বাসের ইকোনমি ক্লাসে ঢাকা কলকাতা ভাড়া ১২০০ টাকা ।
২ । ভ্রমন চার্জ সোনালি ব্যাংকে জমা দিতে হবে ৩০০ টাকা ।
৩। বর্ডার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে । এটা মাথায় রাখবেন ।
৪। দালাল ধরবেন না । শুধু আপনার বাসের সুপারভাইজার যা করতে বলে সেটা করবেন ।