আমাদের জাতীয় সংগীত, আমার সোনার বাংলার সুর যে বাউল গান থেকে নেওয়া তার মূল কথাগুলো এরকম (কথা: গগন হরকরা)। গানটা শুনলে বোঝা যায় গানটির কথাও সোনার বাংলার কথার সাথে অনেকাংশেই মিলে যায়।
আমি কোথায় পাবো তারে?
আমি কোথায় পাবো তারে,
আমার মনের মানুষ যে রে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্য
আমি বেড়াই ঘুড়ে দেশে দেশে।
লাগে সে হৃদয় শশী
সদা প্রাণ হয় উদাসী
পেলে মন হতো খুশি
দিবানিশি দেখতাম নয়ন ভরে
আমার প্রেমাণলে মরলাম জ্বলে
নিভাই কেমন করে
মরি হায়!
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে
ওরে দেখনা তোরা হৃদয় চিরে
আমি কোথায় পাবো তারে
আমার মনের মানুষ যে রে।
দিবো তার তুলনা কি?!
যার প্রেমে জগৎ সুখী
হেরে যে জুড়ায় আখি
সামান্যে কি দেখতে পাবি তারে।
তারে যে দেখেছে সে মজেছে
ছাই দিয়ে সংসারে
মরি হায়।
ওরে না জানি কি কুহক জানে
অলক্ষে মন চুরি করে
আমি কোথায় পাবো তারে?
কুলমান সব গেলোরে
তবু না পেলাম তারে,
প্রেমের লেশ নাই অন্তরে
তাই তো মোরে দেয়না দেখা সে রে।
ও তার বসত কোথা না জেনে
কয় গগন ভেবে মরে
যদি সেই মানুষের হদিশ জানিস
কৃপা করে আমার সুহৃদ হয়ে
আমার গেতি হয়ে বলে দেরে
কোথায় পাবো তারে
আমার মনে মানুষ যে রে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্য
আমি বেড়াই ঘুড়ে দেশে দেশে।
কোথায় পাবো তারে
আমার মনে মানুষ যে রে।
পূণ্যদাস বাউলের গাওয়া এই গানটি শুনতে হলে ক্লিক করুন ।
গানের দর্শন:
গগন হরকরার এই গানটি যে মরমী দর্শনের উপরে নির্মিত তাকে ইসলামী সুফি দর্শনে ইনসানে কামিল বা সম্পূর্ণ মানুষ বলে। বাউল দর্শনে এই মানুষের নাম: সহজ মানুষ। নবীর সাথে সাহাবীর যে গভীর সম্পর্ক ঠিক তাকে অনুসরন করেই আধ্যাত্নিক শিক্ষকের রূপ নেয় "সম্পূর্ণ মানুষ", আর তার সন্ধান শিষ্যের।
আমি কোথায় পাবো তারে,
আমার মনের মানুষ যে রে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্য
আমি বেড়াই ঘুড়ে দেশে দেশে - সেই সহজ মানুষের সন্ধানের ব্যাকুলতা।
ছবি: বাউল আসর, চারুকলার মরা পুকুর।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১২