আমাদের শরীরের কিছু কিছু অংশ অন্য কিছু অংশের দৈর্ঘ্যের সাথে পুরোপুরি মিলে যায়। আপনার শরীরের গঠন যেমনই হোক না কেনো এটা সবসময়ি প্রযোজ্য। নিচের উদাহরনগুলো দেখুনঃ
১. পায়ের দৈর্ঘ্য সবসময়ই ফোর আর্ম বা কনুই থেকে কবজি পর্যন্ত হয়
২. হাতের বুড়ো আঙ্গুলের দৈর্ঘ্য নাকের সমান হয়
৩. হাতের তর্জনীর দৈর্ঘ্য ঠোঁটের সমান হয়
৪. দুই নাসাছিদ্রের সম্মিলিত দৈর্ঘ্য কড়ে আঙ্গুলের সমান হয়, অর্থাৎ এক ছিদ্রের দৈর্ঘ্য কড়ে আঙ্গুলের অর্ধেকের সমান হয়।
৫. দুই নিপলের মধ্যবর্তী দূরত্ব কবজী থেকে মধ্যমার অগ্রভাগ পর্যন্ত হয়
এখন কন দেখি কে কে ট্রাই মারছেন???









