যদি কখনো অসহায় নিজেকে মনে হয়
যদি কখনো একাকী মনে হয় তোমায়, দুঃসময়
তুমি ডেকো বন্ধু সেসময়
তুমি ডেকো বন্ধু সেসময়
জেনো পাশেই পাবে আমায় ।।
যদি কখনো অসহায় নিজেকে মনে হয়
যদি দুঃখের অজস্রতায় ভেসে যাওয়ায় সময় কাউকে না পাও
স্মরন কর আমায় ছুটে আসব
যদি অনেক দিনের গড়া স্বপ্ন ভেঙে চৌচির হয়ে যায়
নিয়ম ভাঙার নিয়ম নিয়ে আসব
যদি কখনো অসহায় নিজেকে মনে হয়
যদি কখনো অসহায় নিজেকে মনে হয়
যদি কখনো একাকী মনে হয় তোমায়, দুঃসময়
তুমি ডেকো বন্ধু সেসময়
তুমি ডেকো বন্ধু সেসময়
জেনো পাশেই পাবে আমায়
যদি কখনো একাকী মনে হয় তোমায়, দুঃসময়
যদি যন্ত্রনার পদধুলী শুনতে পেয়ে কোন বন্ধুকে কাছে না পাও
ভাঙনের শব্দ শুনে ভয় পাও
যদি নীল আকাশ কালো হতে দেখ
ভালবাসার অনাবৃষ্টিতে কষ্ট পাও
না পাওয়ার ব্যর্থতায় হৃদয় চৌচির হয়ে যায়
যদি প্রলয়ের দিনে বৈশাখী শ্রাবণে উপলব্দি করো আমায়
____________________________