আমি আইফোন ইউজার নই। কয়দিন আগে একটা এইট+ পেয়েছি। ব্যবহারের অভিজ্ঞতা না থাকলে যা হয়। শুরুতেই অনেক ঝামেলা। বুঝতে পারলাম এটাতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। এ্যপেল আইডি তৈরি করতে হয়। করার চেষ্টা করলাম। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, বাংলাদেশের নাম কেন নাই? এট কি খালি আমার সাথে হলো? নাকি এটাই নিয়ম? এ্যপেল আইডি খোলার সময় ঠিকানায় বাংলাদেশের নাম থাকে না।
ইন্টারনেটে গুতাগুতি করে দেখলাম ঘটনা সত্য। বাংলাদেশের নাকি নাম নাই। তাহলে প্রশ্ন হলো, এত আইফোন চলে কি করে? রাস্তা ঘাটে তো অনেক আইফোন। এগুলাতে কি এ্যপেল আইডি লাগে না?
আরেকটি সম্পুরক প্রশ্ন - এটা একটু কেমন জানি না যে একটা স্বাধীন দেশের নাম থাকছে না। আমি নিশ্চিত অনেক দেশপ্রেমিক আছেন যারা আইফোন ইউজ করেন, তারা ঠিক কোন ঠিকানা ব্যবহার করেছেন যদি বাংলাদেশের ঠিকানা দেয়া না যায়।
যানতে পারলে উপক্রিত হতাম।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৪