ভালবাসার আলো ছায়া প্রিয়তমা প্রেয়সী;
প্রেয়সীর নগ্ন বুকে ভালবাসার আলো ছায়া।।
নিঃসঙ্গ বিকেলের ভালবাসা ! নিঃসঙ্গ প্রেয়সী!
আলো আঁধারি নীল জ্যোৎস্নার ঝড় তবু
প্রেয়সীর নগ্ন বুক
ভালবাসার লাল নীল কবিতা ভালবাসার ধূসর কান্না;
ভালবাসার চারণ ভুমি প্রেয়সীর খোলা চুল
কবিতার সুর... সবুজ জমিন আর নীল আকাশ!
অতঃপর প্রেয়সীর সূর্য-রাতের বাসর।।
নারিকেল পাতার আন্দোলন প্রিয়তমার চোখের পাপড়িতে!
হেঁটে পাড়ি দেয়া সন্ধ্যা প্রেয়সীর মসৃণ পিঠ;
ভালবাসার চিরন্তন স্পন্ধন প্রেয়সীর নাভিমূলে-
আলো ছায়ার বিবর্তন তবু প্রেয়সীর দেহে কবিতার বীজ বপন।।