ঘটনা একঃ
আমি তখন উচ্চ মাধ্যমিক পড়ছি চট্টগ্রামের একটি সরকারী কলেজে। বেশ কিছু ছোট বেলার বন্ধু এক সাথে কলেজে ভর্তি হয়েছি তাই ১৮ বছরের রক্ত একটু বেশিই ঢেউ খেলছিল ধমনীতে। একটা প্রথম সারির(!!!!!) রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ছাত্র নেতাদের সাথে বেশ মাখা মাখি আমাদের তখন। দাদারা হুকুম করেন আমরা ফরমায়েশ খাটি। কলেজ গেইটের চায়ের দোকানে চা বিড়ি ফুঁকে (অবশ্যই বাকিতে),একটু আকটু দাদাগিরি করে যায় দিন চলে যায়। নিজেকে পাতি নেতা ভাবতে বড় ভালো লাগতো। যাই হোক মূল কথায় আসি। বন্ধুর প্রেম প্রতিজ্ঞা(!!!!) রক্ষা করতে এক প্রতিদ্বন্দ্বীকে ধোলাই করছিলাম কলেজ গেইটের সামনে। আর খিস্তি উড়িয়ে যাচ্ছি ইচ্ছে মতো, লোক জমায়েত ভালই হোল আমাদের কামড়া কামড়ি দেখে। পেছন থেকে শার্টের হাতায় তান পড়তেই চোখ পাকিয়ে পেছনে ফিরে চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। পুলিশ!!!! গলা শুকিয়ে গ্রানাইট! গলা দিয়ে সত্যিকারের কাপুরুষত্বটা বেরিয়ে আসি আসি করে। ঠিক তখুনি পুলিশ মশাই আমাক অবাক করে দিয়ে বলে উঠলেন "ভাই বহুত মারসেন আর কতো নিজেরা নিজেরা মারামারি করবেন? ঘামাই গেসেন তো পানি খান!" আর যে ব্যাটা ধোলাই খেলো তারে কানের নিচে দুইটা দিয়া বিদায় করে দিল। আবিস্কার করলাম আমি প্রশাসনিক ক্ষমতা সম্পন্ন দলের চ্যালা। আমার সাত খুন মাফ। বুদ্ধিমান পাঠক বুঝে নিন তখন আমার মনের অবস্থা।
ঘটনা দুইঃ
প্রায় এক বছর পরের কথা। ক্ষমতার রদবদল হোল। প্রতিপক্ষ ক্ষমতা নিতে চায়। প্রথম ঘটনার সেই প্রেমিক পুরুষ এখন ক্ষমতাসীন দলের চ্যালা। আমরা বিরবিক্রমে লড়ে যাব তবু কলেজের দখল হস্তান্তর করবো না। আর তারা যাই হোক কলেজ দখল করবেই। সেদিন সকাল থেকে দু পক্ষের মাথা গোনার মহড়া শুরু হোল। দুপুর নাগাদ শুরু হোল সংঘর্ষ। মুহূর্তেই বুঝে গেলাম বাংলা প্রবাদের মাহাত্ত "চাচা আপন প্রাণ বাঁচা।"আমাদের পুলিশ বন্ধুরা আর আমাদের সাথে নাই। পুলিশ বদলে গেছে। কিন্তু তার ডাণ্ডার ভার কমেনি। পুলিশ আর রাজনৈতিক(!!!) প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পথ ছুটে একটা দোকানের পেছনে আশ্রয় নিয়ে উঁকি দিয়ে দেখতে লাগলাম রণক্ষেত্রের(!!!) চিত্র। আরও একবার অক্ষি গোলক কোটর মুক্ত হতে চাইল। দেখি সেই প্রেমিক পুরুষ হাতে কোমরের বেল্ট। এদিক ওদিক তাকাচ্ছে আর তার ঠিক পাশেই দাঁড়ানো এক পুলিশ ভাইসাব তাকে রণকৌশল বাতলে দিচ্ছেন। সেদিন মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি, ব্লগে টিকে থাকার স্বার্থে নিজের কাছেই রাখলাম।
গল্পের শিক্ষাঃ পুলিশ ক্ষমতাসীন দলের বন্ধু।