রাত জাগা রাতের ঘুম পালায় ভোরের অপেক্ষায়,
জানালার কার্নিশে বসে কাঁদে রাতের গান।
ঘুম ঘুম নিরবতা ডানা মেলে বারান্দায়;
মধ্য রাতের সূর্যের গলায় ভাসে অন্ধকারের গান
নির্বাসিত আলোর চোখে কালশিটে দাগ-
বলে যায় গল্প সকালের প্রতীক্ষায়।
কংক্রিটের দেয়াল ভেঙ্গে ভেতরে আসে জোছনার ঝড়;
ফুটপাতের ধুলোরা সব সংসদ বসায়।
হেড লাইটের আলো চোখ বুজে অশ্রু ঝরায়।
মানুষের চাকা রাতের গায়ে আলপনা এঁকে যায়-
ভোর আসে, রাতের কান্নায় নামে অন্ধকারের পরাবাস্তবতা
ঘুম আসে কবিতা, ফিরে যা বন্দী খাঁচায়।।