আমার পথ রুদ্ধ তোমার চোখে...
তোমার মন খোলা তোমার দিকে...
আমার আর্তনাদ ডানা মেলে তোমার আকাশে...
তোমার হাসি খেলা করে তোমার চুলে...
আজকের রাত ; প্রাতঃসন্ধ্যার প্রদীপ জ্বেলে...
কল্পলতায় জোছনার দোল যাত্রায়...
রিনি ঝিনি চুড়ির কান্না গভীর রাতে...
ঝরা পাতায় জল তরঙ্গ খেলা...
রাত্রি শেষ,জোছনা নেই তবে...
ছেঁড়া আঁচল গড়াগড়ি খাচ্ছে পথে...
আমি নেই, তবে তুমি একা নও...
বেলা শেষের সুর বাজে দূরে।।