আমি জানি না জন্ম কাকে বলে?-জন্ম
নির্দিষ্ট সময় অন্তর প্রকৃতির পুনঃজন্ম নয়?
ডাল পালায় বেড়ে ওঠা শেকড়হীন গাছ নয়?
আমি জন্মেছি পরম প্রকৃতির আহ্বানে ,
আমি আমার অস্তিত্বে বিশ্বাসী; নয় কি?
নিরিবিচ্ছিন্ন সময়ের ডাকে সাড়া দিয়ে-
সাদা আলোর বিচ্ছুরনে মহাজাগতিক
সত্যের কাছে মাথা নত করে জন্ম আমার;
আমি জন্মেছি অন্য সময়ে ; তবে নিয়মে
জানি না কেন আমায় আনা হোল, তবে বুঝি-
শেকড়হীন গাছের মতই উপ্ত আমি।।
কোথা থেকে? খসে পড়া দীপ্ত উল্কার শীতল রূপ?
নাকি বমনের ঝড়ের নষ্ট বাষ্প রূপ?
আমি নিজেই বুঝিনা কি বুঝতে চাই...।।
জন্ম কেন হল...জন্মদাতা কে...?
প্রকৃতি নাকি আমার জন্মান্তরের লালিত বিশ্বাস?
বিকলাঙ্গ গাছের গুঁড়িতে বসে অদৃশ্য মূল খুঁজি।
বিশ্বাস করতে কষ্ট হয়, আমি এই প্রকৃতির সত্ত্বা।
তবু উত্তর খুঁজে পাই না, তবে তোমরা কি করে বলো-
কোথা থেকে এসেছো, নিস্পাপ সৃষ্টিতে,
তোমাদের অন্তঃদৃষ্টি কি আমার থেকে ভিন্ন?
তাই যদি হয় আমি শৃঙ্খলাবদ্ধ প্রকৃতির
বিশৃঙ্খল নিয়মের ভুল-আদি প্রান।।