ফেসবুকে প্রতারণার প্রতিকার সবাই পড়বেন প্লিজ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজ সকালে পত্রিকাটা পড়তে গিয়ে খবরটা চোখে পড়ল, তাই মনে করলাম আমার ব্লগের সবাইকে খবরটা জানানো দরকার।
বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ছেন তিন্নি (ছদ্মনাম)। ইন্টারনেটের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাঁর পরিচয় হয় খুলনার তরুর (ছদ্মনাম) সঙ্গে। পরিচয়ের পর বন্ধুত্ব, বন্ধুত্বের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ কারণে তিন্নি মাঝেমধ্যেই তাঁর নিজের ছবি ফেসবুকে আপলোড করতেন, আর শুধু তরু যেন এসব ছবি দেখতে পান, সে ব্যবস্থা করে রেখেছিলেন ফেসবুকে। দীর্ঘ তিন বছরে প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে। একপর্যায়ে তরুর সঙ্গে ফেসবুকের মাধ্যমে অন্য একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তিন্নি ও তরুর মধ্যে চলতে থাকে দ্বন্দ্ব। প্রতারক তরু তখন তিন্নির কিছু ছবি দিয়ে ফেসবুকে ভুয়া আইডি খুলে নানা অশালীন ছবি ও সাইট দিতে থাকেন। তিন্নি তখন এ প্রতারণার প্রতিবাদ করতে গেলে তাঁর পরিবার তাঁকে সমাজের ভয়ে বাধা দেয় এবং ফেসবুকের অ্যাকাউন্ট বন্ধ করে তরুর সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করতে বলে।
বিদেশে অধ্যয়নরত শিহাবের সঙ্গে ফেসবুকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অরণির (ছদ্মনাম)। অরণি ফেসবুকে তাঁর যেকোনো ছবি আপলোড করলে বন্ধুত্বের সুযোগ নিয়ে তাতে নানা ধরনের অশ্লীল মন্তব্য করত শিহাব। পরে একসময় অরণি বিরক্ত হয়ে তাঁকে ফেসবুকের বন্ধুদের তালিকা থেকে বাদ দিয়ে দিলে শিহাব প্রতারণার আশ্রয় নেন। কম্পিউটারে কাটপিছ করে অরণির অশালীন ছবি ছড়িয়ে দেন ইন্টারনেটে মেইলের মাধ্যমে, আর অশ্লীল খুদেবার্তা পাঠাতে থাকেন ফেসবুকের মাধ্যমে।
এ ধরনের ফেসবুক প্রতারণার শিকারের ঘটনা অহরহ ঘটছে। প্রযুক্তির বদৌলতে ইন্টারনেটের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা এখন শীর্ষে। এ ফেসবুকের মাধ্যমে ঘটছে নানা অপরাধ। আর এ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে শিশু, কিশোর ও যুবসমাজ। নারীরা এ অপরাধের শিকার হচ্ছে বেশি।
ফেসবুকে প্রতারণা বিষয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বলেন, ‘প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানুষকে হয়রানির সুযোগ তত বাড়ছে। বেশির ভাগ ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ে মেয়েরা। শুধু ফেসবুক নয়, ইন্টারনেটের মাধ্যমে মেয়েদের যেকোনো ধরনের খুদেবার্তা পাঠানো হলে তা যৌন হয়রানির মধ্যে পড়ে। ফলে এর শাস্তি হবে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০৩ (সংশোধনী)-এ। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির বিকাশে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের অত্যধিক জনপ্রিয়তার কারণে ছেলেমেয়েদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এর মাধ্যমেই। তবে যেকোনো ধরনের সম্পর্ক গড়ে ওঠার আগে মেয়েদের অবশ্যই শালীনতাবোধ রেখেই বন্ধুত্ব করা উচিত। বন্ধুত্বের মধ্যে পরিমিতিবোধ থাকতে হবে। বন্ধুত্বের এমন সীমানা ছাড়ানো যাবে না, যাতে বন্ধুত্বের নামে মেয়েটির সঙ্গে কোনো ছেলে প্রতারণা করার সুযোগ পায়। সে ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ার চেয়ে সমাজের ভয়ে অনেক মেয়ের পরিবার ছেলের সঙ্গে টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করে, যেটা আসলে ঠিক নয়। কারণ পরবর্তী সময়ে এই সূত্র ধরে আবার প্রতারণার ফাঁদে ফেলে ওই ছেলে অন্যের কাছ থেকে টাকা নেবে না, তার কোনো নিশ্চয়তা নেই। আইনের আশ্রয় নিতে গেলে যদি সবাই জেনে যায়, সেই ভয় পায় মেয়ের পরিবার। তাহলে হয়তো পরবর্তী সময়ে মেয়ের পরিবারের অসুবিধা হতে পারে—এ ধরনের আশঙ্কাও থাকে তাদের মনে।’
যে ফেসবুকের মাধ্যমে মেয়েরা প্রতারণার শিকার হচ্ছে, সেই ফেসবুকের মাধ্যমেই মেয়েদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে বলে পরামর্শ দেন এলিনা খান। আগের তুলনায় মেয়েদের মধ্যে সচেতনতাবোধ বাড়ার কারণেই এখনকার মেয়েরা ফেসবুকের মাধ্যমে প্রতারণার বিষয়টি সাহস করে প্রশাসনকে জানাতে পারছে এবং প্রতারকের সাজা হচ্ছে। এভাবে মেয়েদের মধ্যে এবং সমাজ ও পরিবারের মধ্যে সচেতনতাবোধ গড়ে উঠলেই শাস্তি দেওয়ার মাধ্যমে এই প্রতারকদের কঠোর হাতে দমন করা সম্ভব হবে।
ফেসবুকে এক কলেজছাত্রীর অশালীন ছবি দেওয়ার দায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিল আহমেদকে (২৩) দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (২০ মার্চ, ২০১১ দৈনিক প্রথম আলো)। শাকিল নামের এক যুবক পূর্বপরিচয়ের সূত্র ধরে মুঠোফোনে এক কলেজছাত্রীকে অশ্লীল খুদেবার্তা পাঠান এবং ইন্টারনেটে তাঁর আপত্তিকর ছবিও দেন বলে ওই ছাত্রী অভিযোগ করেন। এ অভিযোগের পর র্যাব-১-এর মেজর এস এম মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল উত্তরার বাসা থেকে শাকিলকে গ্রেপ্তার করে।
তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৭ (১) ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাটে বা অন্যকোন ইলেক্ট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যা মিথ্যা ও অশ্লীল, যার দ্বারা মানহানি ঘটে, ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এ ধরনের তথ্যাদির মাধ্যমে ব্যক্তির বিরুদ্ধে উসকানি প্রদান করা হয়, তাহলেঅনধিক ১০ বছর কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে।
২৯টি মন্তব্য ২৩টি উত্তর
আলোচিত ব্লগ
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন