রাজধানীর সায়েদাবাদে লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ সাতজন নিহত হয়েছে।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা দুটি বাসের যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রাবাড়ী-মিরপুর রুটের ঢাকা সিটি সুপার সার্ভিসের একটি এবং আরেকটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকাল ৫টার দিকে রেলক্রসিং এর ওপর উঠামাত্র বন্ধ হয়ে যায়। যানজটের কারণে বাস দুটি রেললাইনের ওপর আটকে ছিলো। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন বাস দুটিকে ধাক্কা দেয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম মো. নাজিমুদ্দীন (৩০)। ঢাকা মেডিকেল কলেজে স্বজনরা তার লাশ সনাক্ত করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন।
নাজিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের �াতকোত্তর পর্বের ছাত্র বলে জানান তার খালু শফিক আহমেদ।
নাজিমের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে।
দুর্ঘটনায় আহত মোহাম্মদ জামাল (৩৫), আলী আকবর (৩৫), শারমিন (১৮), আক্তার হোসেন (৩০), তারেক (৩৫) ও কমল সরকার (৪৮) নামে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সূত্র : Click This Link