অবিশ্বাস্য হলেও সত্যি, মোবাইল ফোন কিন্তু তার মালিকের সম্পর্কে অনেক কথাই বলে দিতে পারে, সম্প্রতি নতুন এক গবেষণায় একথাই জানা গেছে। জানা গেছে, কোনো ব্যক্তির মোবাইল ফোন মালিকের কাজ, বিশ্রাম, খেলাধুলার সময়ে আচরণ সম্পর্কে ধারণা দিতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গবেষক ও সমাজ বিশ্লেষক ডেভিড চক বলেছেন, গাড়ির ক্ষেত্রে লোকজনকে প্রায়ই বলতে শোনা যায়, ‘আপনি আপনার মতোই একটি গাড়ি চালান আর এখন আপনার ফোনই অন্যদের কাছে আপনার পরিচয় বলে দিতে পারে।’
আবার গবেষক রয় মর্গানের এক গবেষণায় মোবাইল ফোন ব্রান্ডের মালিকদের চিন্তা, চেতনা, আচরণ ও বয়সে পার্থক্যের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। দেখা গেছে, একজন আইফোন ব্যবহারকারী মনে করেন কম্পিউটার তাদের দৈনন্দিন জীবনের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ এনে দিয়েছে। চকের মতে গাড়ির সঙ্গে তুলনায় আই ফোন হলো মোবাইল ফোন জগতের আলফা রোমিও।
অন্যদিকে সনি এরিকসন ব্যবহারকারীরা পুরোমাত্রার সামাজিক জীবন এবং ফাস্ট ফুড পছন্দ করেন। এলজি হ্যান্ড সেট ব্যাবহার করেন তাদের বেশীর ভাগই ১৪ থেকে ২৪ বছরের মহিলা। চাকের মতে এটি মোবাইল ফোন জগতের কিয়া মোটর্স।
আর স্যামসাং ব্যাবহার করছেন এমন লোকেদের বেশির ভাগের বয়স পঞ্চাশের অধিক, এরা পোষাকে অনেকটা রক্ষণশীল, ঝুঁকি নিতে মোটেই পছন্দ করেন না। চকের মতে মোবাইল ফোন জগতে একে তাই ডাইহাটসু বলা চলে। ব্ল্যাকবেরি ব্যাবহার করছেন এমন লোক আয় করেন বেশি আর এদের বয়স ৩৫ থেকে ৪৯ বয়সের মাঝে।
এবং নকিয়া ব্যবহারকারীদের বয়স দেখা গেছে ১৪ থেকে ২২ বছরের মাঝে, এদের বেশিরভাগই আবার বিগত তিন মাসের কোনো না কোনো সময় আর্কেড ভিডিও গেমটি খেলেছে। চকের মতে এটি যেন ফোন জগতের টয়োটা!