শুরু হতে যাচ্ছে BPL (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের এমন আয়োজন আসলেই অনেক বড় কিছু।
এইটা চিন্তা করে অনেক ভাল লাগে যে আমাদের দেশে আবার এক বিশাল ক্রিকেট উন্মাদনা শুরু হবে। আবার মানুষ টিকেট কেটে মাঠে খেলা দেখতে যাবে নয়তো বাসায় পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেলা দেখবেন। দেখতে হবেই কারন এটা যে আমাদের দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব। দেশের লিগ খেলায় আন্তর্জাতিক মানের খেলোয়াররা খেলবেন, বিদেশি কোচ আসবেন, বড় বড় দলের মাঝে উত্তেজনা পূর্ন খেলে হবে, মানুষ লাইভ দেখবে। আমরা সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দেব, আমাদের নিয়ে তো তোমাদের যা ধারনা সেটা ভুল, দেখ বাংলাদেশও এখন আমরা এমন আয়োজন করতে পারি।
কিন্তু BPL শুরুর আগেই যেই খেইল দেখাইল সেইটা পুরাই আচানক একটা ব্যাপার। আজ BPL এর প্রমোটা দেখলাম ...
এটা দেখে লজ্জায় অনেকক্ষন চুপ করে ছিলাম। একটা অদ্ভুত ক্ষোভ আর হতাশায় মনটা ভরে গেল। প্রোমোটা দেখে মনে হয়েছে এইটা বোধহয় ভারতীয় কোন আন্তরাষ্ট্রের আয়োজন। অনেকে বলে খেলার মাঝে তারা কোন ধর্মিয় ব্যাপার আনেন না। খুব ভাল কথা, কিন্তু এটা কি ???
প্রোমোর শুরু হইসে "নমস্কার" বলে !!! এটা কেমন কথা ???
যদি ধর্ম নিরপেক্ষতা থাকে তবে বলতে পারতো "welcome" ... কিন্তু হায় !!!
হতাশ হয়ে গেলাম এই দেখে যে প্রোমোতে বলা হচ্ছে BPL এর উদ্বধনিতে থাকবে glamor, musical extravaganza, international acts and bollywood songs !!! এখানে কথাও আমাদের দেশের সংস্কৃতির কথা বলে নাই। কথাও বলে নাই বাংলার কৃষ্টি সাহিত্যের কথা ... এমকি কথাও বাংলাদেশের নামটা পর্যন্ত কথাও বলে নাই !!!
আরো অবাক হয়ে গেলাম যখন শুনলাম উদ্বধনি উনুষ্ঠানে থাকবেন সনু নিগাম, শান, সুনিধি চৌহান, স্রেয়া ঘশাল, প্রিয়ঙ্কা চোপ্রা, দিপিকা পাডুকোণ, কারিনা, সাইফ ইত্যাদি !!! কিন্তু কেন ???
আমাদের দেশের সঙ্গিতশিল্পিরা কি কবরে গেসে ??? আমাদের দেশে চমৎকার সব শিল্পিরা আছেন যাদের নাম বলা শুরু করলে শেষ হবে না। তাদের কেন নেয়া হচ্ছে না ??? কেন শুধু বলিউডের মানুষদের দ্বারা আমাদের উদ্বধনি অনুষ্ঠান করা হবে ???
এটা দেখে কি মনে হ্য় না যে সরকার তাদের ভারতিয় প্রভুদের খুশি করার জন্য এই উদ্বধনি আয়োজন করছেন। এটা তো কিছুতেই আমাদের কাম্য হতে পারে না ... দেশের এমন একটা আয়োজনে কেন বিদেশি শিল্পি ব্যাবহার করতে হবে ??? বিসিবি কি অন্ধ হয়ে গেছে ??? এত এত টাকা দেখে কি তারা বেহুশ হয়ে গেছে নাকি???
জানি না সবাই এই ব্যাপারটা কেমন করে দেখছেন কিন্তু আমি বলবো বিদেশি সংস্কৃতি পরিহার করা আমাদের একন্ত প্রয়োজনিয়। শুধু বলিউডি সংস্কৃতি না, যে কোন বিদেশি সংস্কৃতি পরিহার করুন। কারন আমাদের দেশের সংস্কৃতি ও কৃষ্টি অনেক সমৃদ্ধ।
সবার জন্য শুভকামনা ...