সহস্র বন্ধু বানানো খুব কঠিন নয়
কিন্তু আমি সহস্রের একজন হবো
তোর প্রয়োজনে সহস্রের বিরুদ্ধে দুর্জেয় হবো
তোর তরে বন্ধু হয়েই রইবো।।
ছিলাম আছি থাকবো সময় হলে ডেকে নিস
মনে রাখিস
মৃদু সমীরণের ছোঁয়া হবো
কাঠফাটা রোদের ছায়া হবো
চন্দ্রালোকে কায়া হবো
পড়ার টেবিলের পন্ডিত হবো
দুরভিসন্ধির দুর্দমনীয় বাঁধা হবো
অসহায়ত্বে নির্ভরতার প্রতীক হবো
তিস্তার চরের লাঠিয়াল হবো
সুনীল সমুদ্রের তরঙ্গে ভাসাবো
ডিঙ্গির মাঝি হয়ে পদ্মা পাড়ি দেবো
অসংকোচে শুনবো তোর সব কথা
দুঃখ-বেদনা, আশা-নিরাশা, স্বপ্নগুলোর আশা,
গলুই'তে বসে ঢেউয়ের ঝাপটার জলকণা দেখবো
দেখবো তখন তোর চোখের তারা ঝলমল, কল্পনার কবি
বন্ধু তুই কি জানসি তখন....
আমারও ইচ্ছে হয় স্বপ্ন দেখি
তোর হাত ধরে দু'দন্ড পথ হাঁটি
দুঃখ'কে বলি ওর কাছে যেও না
সইতে পরবে না,
বেদনা'কে বলি জন্মেছি আমি বন্ধু হয়ে
সব কিছু সইব বলে
বন্ধু তুই কি জানিস তখন...
আমার ইচ্ছে হয় আঁচলে আড়াল করি তোকে
ছুঁয়ে দিই না, যদি সম্বরণ করতে না পারি নিজেকে,ভয়ে
আশা'কে বলি আমার প্রাপ্তিগুলো দেখে যাও
কষ্ট করে সাথে নাও,
নিরাশা'কে বলি হতাশায় আমায় ডোবাও
সুখী তুমি বন্ধুকে করে দাও।
বন্ধু তুই কি জানিস তখন....
আমার মনে হয় স্বপ্ননীড় গড়ি তোকে নিয়ে
ঐ পাহাড়ের কোলে ঝরনা ধারায় স্নাত হই তোকে নিয়ে
বাকী জীবনটা বিলিয়ে দেই তোর তরে
বলে দেই ভালবাসি খুব তোকে
দলা পাকানো কষ্টগুলো আমার আছে আমারই থাক
তুই সুখী হ' তোর স্বপ্ন নিয়ে
স্বপ্ন যদি ভাঙ্গে কভু তবে ফিরে আসিস ডুব সাঁতার দিতে
আমি আছি এই ধানসিঁড়ি নদী তীরে তোরই অপেক্ষাতে।।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৭