উল্কার ছায়পথে হেটে যাই
রংধনুর বর্নচ্ছটার উৎস খুঁজে বেড়াই
নক্ষত্রের আলোতে গা ভাসাই
চন্দ্রালোকে অন্ধ হযে পথ হারাই।।
ব্ল্যাক আউটের অন্ধকারে মিশে রই
রিনিঝিনি নিবাড়নে দস্তানায় হস্ত গুটাই
চৈত্রের খড়তাপে তৃষ্ণার্ত চাতক হই।।
অন্তরের গহীনে লালিত বিশ্বাস
ভালবাসি তোমায় প্রতিটা নিঃম্বাস।।
খুঁনসুটির নীরবতায় মোহিত স্বপ্নাবিস্ট
সংসার গঞ্জনার মিশ্রনে হবনা আদিস্ট।।
প্রিয়া হব রুদ্ধদ্বার প্রকোষ্টে, সুনিবিড় বন্ধনে
ঘামের শিশিরে
কুন্তলের বিন্যাশে
ইথারের ধুপ-চন্দনে
সিল্কের রেশমে
জটাধারী পাগল হব ভালবেসে।।
ঘরনী নাইবা হলাম
অভিসারে যুগলবন্দী নাইবা হলাম
চেনা-জানা হলো
সারল্য দু'নয়নে মোহাবিস্টের মুগ্ধতায় ভালবাসলাম।।
আমাবশ্যার অন্ধকারে তারা হবো
উত্তাপের মোম হয়ে গলে যাবো
নদি তীরের কাশফুলে রবো
তপোবনের নিনাদে মিলাবো
বর্ষনের আমোদে তন্দ্রা হবো
ঝরনার উচ্ছলতায় জলকণা হবো
ভেজা কুয়াশার চাদরে জড়াবো
সাগরের নোনাজলের তরঙ্গে ভাসবো
পথের শেষে
দিনান্তে
পরিশ্রান্তে
সুধাবো, ভাল আছোতো?
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৮