নির্জলা মিথ্যার প্রহসণ
ছন্দোময় কথার কাব্যমালা
শুনেছি কতো নির্বচন
নির্ঘূম কাটিয়েছি কত না রজনী।
পরদিন ক্লাসে ঘুমে কাটিয়েছি বেলা
বকুনি শিক্ষকের, টিটকারি বন্ধুদের
বছরান্তে ফলাফল, টেনেটুনে পাস করা।।
সেই তো সেই তুমি
বলোনা কি করে ভূলি!!!
এখন গোধুলির লালিমাকে
নিমতলীর আগুন মনে হয়
কণে দেখা সুন্দরের আলো হয় না,
সাগরের ফেনিল ঢেউ
সুনামির ভয়াভহতা মনে করিয়ে দেয়
ঝাউবনে হাটবার বাসনা হয় না,
ফাগুনের দখিনা সমীরনকে মনে হয়
সিডরে উপরে নেয়া বৃক্ষে মৃতদেহ
উড়িয়ে রেশম কেশে তাই পথ চলি না,
রুপোলি চন্দ্রালোক দেখে ভাবি
সোমালিয়ার কোন শীর্ণকায়া ভাবে তা, ঝলসানো রুটি
তাই পূর্নিমায় শালবনে যেতে ইচ্ছে হয় না।।
এমন কতোশত ইচ্ছেরা বলাকা হয় না
উবু হয়ে টেবিলে, জীবনের দেনা-পাওনার হিসাব কষি না
ভালোবাসা বিকিয়ে তোমার তরে নিঃস্ব আমি
আর স্বপ্ন দেখি না।।
সেই তো সেই তুমি
কালের শেষে করো দাবী
ভালোবাসি
প্রানে জাগেনা একমুঠো হিন্দোল
আজ মৃত আমি!!!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৬