করকমল ঘাসের শিশিরে ভেজাবো আজ, চলো।।
অবারিত প্রান্তরের সীমানায় আলোক-রশ্মি
সোনাঝড়া ধানের শিষের বিচ্ছুরণ
নদীর জলে মাছের রুপোলি চকচক
কিষানের লাঙ্গলের ফলার তামাটে ঝলক
শত-সহস্র পাখির কল-কুঞ্জন শুনিব আজ, চলো
শনশন বাতাসে উড়াইবে কুন্তল আজ, চলো ।।
কাশফুলের শুভ্রতা কতটা স্নিগ্ধতা ধরে
রাখালের ’এই হাট-হাট’ কতটা সুর ধরে
কিষানীর ঘোমটা কতটা শালীনতা ধরে
মাঝি ভাটিয়ালি সূরে কতটা দরদ ধরে।।
মহকুমার বড় রাস্তা ধরে কত জনা গঞ্জে যায় আজ দেখিব, চলো
‘লাজ-শরমের মাথা খেয়েছি’ কত জনা বলে শুনিব আজ, চলো ।।
মক্তবে কচি-কাচার মনে কতটা ভক্তি
ডুলা হাতে কত জনা হাটে যায় মেঠো পথে
তুমি কি জানো? মিলাইবে না এ দৃশ্য-পট কভু
আমার বাংলা আমার ভোরে।।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৯