


যাউক্গা.. বহুত প্যাঁচাল কর্ছি.. এখন ফটুক..



হেডস্যারের রুমের দিকে যাওয়ার পথ.. আগে টাইলস ছিল না.. ইদানীং করা হইছে..


আমাদের স্কুল..

টিফিন পিরিয়ডে বোতল পুরানির জন্য কত কাড়াকাড়ি..

এইবার চলেন একটু দোতলায় উঠি..

এইটা একটা বিশেষ জায়গা। এইখানে যারা ফুটবল খেলে নাই, তারা কখনোই বড় খেলোয়াড় হইতে পারে নাই..

আমার ক্লাস শুরু এইখানেই.. "বি ফর বেস্ট"

স্যারের ডায়াস। এইটা নিয়া একদিন আরেক সেকশানের পোলাপাইনদের সাথে মারামারি পর্যন্ত করছি!!

জানলা খুইলা আমাদের ক্লাসরুমের একটা ফটুক নিলাম..

পরীক্ষার সময় এইরকম বেঞ্চের প্রতি আমাদের বিশেষ আগ্রহ ছিল!! সময়ে সময়ে এইখানে কাগজ, প্রশ্নপত্র, পেন্সিল বক্স রাখা হইত!!



একই জায়গা থেকে দুইটা মাঠের ভিউ..
ভিতরের মাঠ..

বাইরের মাঠ..

চলেন বাইরে যাই..

উপরে এতবড় এক্টা গেইট দেখলেন.. কিন্তু, তারপরেও এই জায়গা আমাদের বিশেষ প্রিয় আছিল.. বিশেষ করে ৬ষ্ঠ, ৭ম পিরিয়ডের দিকে..



নুটিশবুড..



আমাদের সুইমিংপুল!!!



চিপা দিয়া কলেজ দেখা যায়..



এইটা হল আমাদের শর্টপিচ ক্রিকেট খেলার জায়গা..

[এই পোস্টটা দেবার কথা ছিল কাল রাতেই। কিন্তু, একাধিকবার কারেন্টের ভানুমতির খেলের কারণে আজ পোস্টানো। প্রচুর ছবি, লোড হইতে সময় লাগবে। দু:খিত।]