শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। লাখো মুসলিমের পদচারনায় মুখরীত ঢাকা-টঙ্গীর তোরাগ তীর। ধ্বনিত হচ্ছে সবার মুখে ''লাইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ''।
এই কালিমার দাওয়াতের জন্য দুনিয়ার প্রত্যক্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুবাল্লিগ ভাইদের সম্মিলন স্থলই এই ইজতেমা। দুনিয়াতে শত শত নবী ও রাসুল এসেছেন মহান রাব্বুল আলামিনের বিশেষ একটি কালিমা নিয়ে। যে কালিমাটির মর্ম অনেক বেশি। আমরাতো সেই মর্মটি জানিনা। তাবলীগের ভাইয়েরা সেই কালিমার মর্মটি জানার জন্য ও সাথীদের জানানোর জন্য নিজের জান ও মাল কুরবান করে বেরিয়ে পড়েন খোদার পথে।
কেন সেই কালিমা? কি আছে তাতে? কি তার উদ্দেশ্য?
আমরা সেটা জানিনা। শুধু কি পড়ার জন্য? কে না জানে সেই কালিমা। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কলিমাটিও বাবা মার কাছথেকে শিখেছি, এই ব্যাস। এইতো আমি মুসলমান।
আসলে আমাদের কালিমার দুটি দাবী আছে। যা আমরা জানিনা।
প্রথমতঃ লাইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়তঃ মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
প্রথমটির মুল লক্ষ মহান আল্লাহর সাথে কাউকে শরীক নাকরে ইমানের সহিত জীবন চালানো।
দ্বিতীয়টির মুল লক্ষ হচ্ছে, রাসুল (সঃ) এর সুন্নত মুতাবিক অর্থাৎ তার ও তার সাহাবীদের অনুসরন ও অনুকরন।
এই দুটিকে প্রথমে নিজের মধ্যে পুটিয়ে তুলে সমাজের অন্যান্য স্থরে পৌছে দেয়ার কাজের নামই হল তাবলীগ।
তাই আসুন আমরা সকলে সস্পৃক্ত এই দীনি কাফেলার সাথে।
আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আমিন