বন্দুরা আপনারা কি জানেন অতি ক্ষুদ্র প্রানী পিপীলিকা সম্পর্কে?
আসুন এবার জেনে নেয়া যাক তার সম্মন্ধে কিছু জরুরী তথ্য।
০কীট পতঙ্গের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে এই পিপীলিকা।
০একটি বাসাতে প্রায় ৫লক্ষ পিপীলিকা বসবাস করতে পারে।
০তাদের মধ্যে (পিপীলিকাদের) মিস্ত্রী, সৈনিক,চাষী সহ আরো নানারকম পিপীলিকা আছে।
০সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তারা গরু পুষে থাকে, এবং ঘরুর দুধও খেয়ে থাকে।
নিশ্চয় অবাক হচ্ছেন? না মুটেই অবাক হবার কারন নাই। শুনুন-
সেই গরু হচ্ছে অ্যাফিঢ নামক উকুন, যা এক রকম পোকা। যাদের শরীরের পিছন দিকে দুটি করে সুক্ষ নল থাকে। সেই নলের তলায় শুঁড়সুঁড়ি দিলে নলের ভিতর দিয়ে মিষ্টি রস বেরিয়ে আসে। আর সেই রসই হল পিপীলিকাদের গরুর দুধ।
শুনলেন তো? কেমন লাগলো?