ধ্বংসের হাত থেকে বক্ষার নামে তোমার আগমন
তোমার আগমনি বার্তায় স্বস্তি পেয়েছিলাম
শান্তির বাণীর জন্য কান পেতে বসেছিলাম
...এ কি শুনালে তুমি?
সৃষ্টির উৎসবে মেতে উঠার আগেই কেড়ে নিলে সকল অধিকার
তুমিও জড়িয়ে পড়লে প্রতিহিংসার আগুনে
এ কি তোমার বৈপরিত্য নয়?
মানবিকতার টুটিচেপে অহমিকায় ভর করলে
শৃঙ্খল আর সর্বনাশে জড়ালে নিজেকে
ফিরে থাকানোর সময় কই তোমার
তুমিতো সর্বজ্ঞ
আইন আদালত তোমার দখলে
বিচারের নামে শাস্তি দিলে...
আমি অপরাধী আর তুমি অধিপতি
কি লাভ হলো তোমার
সময়ের কাছে অপরাধী হয়ে তুলেছ তৃপ্তির ঢেকুর
....বন্ধ্যা সময় তোমাকে ছাড়বে না
ধ্বংসের অভিশাপে কাঁদবে তুমি
সৃষ্টির ভুবনে তুমি অযোগ্য।
তুমি কথা রাখোনি
শাস্তি তোমাকে পেতেই হবে...