আজ প্রায় বছর দেড়েক এর বেশি সময় ধরেও করোনা নামক মহামারী সাথে আমরা পুরো বিশ্ববাসী পরিচিত । অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে এই করোনা । অনেক প্রিয় মানুষদের হারিয়েছি এবং সেইসাথে সেই স্বাভাবিকভাবে চলাফেরা ঘুরাঘুরি অনেক কিছুই ....
যদিও এখন অনেক মানুষই স্বাস্থ্যবিধি মেনে সব কিছুই হয়তো অনেকটা আগের মত চলাফেরা করছে কিন্তু ভেতরে আতঙ্কটা ঠিকই রয়ে গেছে । আর ভ্যাকসিন প্রয়োগ সঠিকভাবে আর মাস্ক এর উপরেই নির্ভরশীল হয়ে থাকতে হবে । যদিও এখন অধিকাংশ মানুষ আমাদের দেশে মাস্ক পড়েন না । মাঝে মাঝে মনে হলো এই করোনা আমাদেরকে কোথায় যেনো নিয়ে গেল ।
কেউবা এই দুর্বিষহ সময়ে অনেক কিছু পেয়েছে আবার কেউ অনেক কিছু হারিয়েছে,,,,,,,এই পাওয়া আর হারানোর সমিকরণে সময় চলে যায় ঠিকই কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় l
জীবনটা যেন হাসিখেলার রনাঙ্গন,,,,,,,সময়ের সাথে তাল মিলাতে কখনো সফল আবার কখনো পরাজিত,,,,,,,,কেউ হাসিমুখে দুঃখ চেপে রেখে এগিয়ে যায় সামনের পানে,,,,,আবার কেউ অসুখি দাবানলে পুড়ে নিজেকে করে ছাঁই,,,,,,,,
আমার মতে যা হবার হবে,,,,,,,DO OR DIE. হারানোর কিছুই নেই আসলে প্রতি মুহূর্তে যা চলে যাচ্ছে অবশ্যই ওটা আমাদের জন্য উত্তম ছিল না তার থেকেও ভালো কিছু আসবেই
জীবনযুদ্ধে হার না মেনে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে ,জীবনে চলার পথে বাঁধা আসবেই,,,,,,সেই বাধাঁকে অতিক্রম করে যে কোন পরিস্হিতির সাথে নিজেকে মানিয়ে নেয়ার মাঝেই বীরত্ব ,,,,,
ছবি - নিজে তুলেছি
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২১ রাত ৩:৩৫