গোলাপ এমন একটি ফুল যা অতীতের বহু সভ্যতার সঙ্গে নিজেকে নিবিড় ভাবে জড়িয়ে রেখেছে। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। গোলাপ ফুল পৃথিবীর অন্যতম প্রাচীন ফুল। প্রাচীন উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সব ফুলের ঊর্ধ্বে। সেই আদি অনাদিকাল থেকে কালক্রমে কারো বাড়ির আঙিনায় বারান্দায় ঘরের কোনে এবং ছাদে এই ফুল শোভা পেয়ে এসেছে। গোলাপের পরিচয় শুধু একটি ফুল হিসেবে নয়,এটি প্রাকৃতিক সৌন্দর্য অপরিপূর্ণতা প্রতীক রূপে ধরা হয়। প্রাচীনকাল থেকে নানা প্রেমের গল্প কবিতা ও জীবনের সব ধরনের শৈল্পিক ও সৃষ্টিশীল জায়গা করে নিয়েছে এই গোলাপ ফুল। বিভিন্ন মিশ্র রংয়ের সহ অনেক নতুন শংকর প্রজাতি গোলাপ তৈরি হচ্ছে । এবার কিছু গোলাপের আদান-প্রদান সম্পর্কে জেনে নেই।
লাল গোলাপ: সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় কিন্তু এই লাল গোলাপের ফুল দিয়ে প্রেমের প্রথম বহিঃপ্রকাশ আজও চিরো অমলিন রয়ে গেলো। লাল গোলাপের অবস্থান ভালোবাসার বহিঃপ্রকাশ এখনো চিরন্তন।
সাদা গোলাপ: সাদা গোলাপ ফুল হচ্ছে শুভ্র ও শান্তির প্রতীক। সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। এই সাদা রঙের গোলাপ ফুল নতুন জীবনের শুরুর আবার সজ্ঞানে আধ্যাত্মিক এর প্রতীক সাদা গোলাপ ফুল। যদি কেউ অসুস্থ থাকে তার সুস্থতা কামনা করে সাদা গোলাপ উপহার দেয়া যায় আবার কিছু কিছু ক্ষেত্রে সাদা গোলাপ দ্বারা দুঃখ প্রকাশ করা হয়।
হলুদ গোলাপ: জীবন চলার পথে বন্ধু অপরিহার্য। বন্ধু ছাড়া জীবন চলা যাকে বলে রংহীন বর্ণহীন জীবন। ঠিক এই হলুদ গোলাপ ফুল হচ্ছে বন্ধুত্বের প্রতীক। প্রিয় বন্ধু বান্ধবীকে হলুদ গোলাপ দিয়ে বুঝাতে পারেন সে আপনার কতোটা প্রিয়। বন্ধুত্বের আনন্দ, সুস্বাস্থ্য এবং বন্ধুত্বের স্মারক হিসেবে এর প্রচলন রয়েছে।
কমলা গোলাপ: আত্মবিশ্বাস ও উৎসাহ দেবার প্রতীক কমলা গোলাপ । আপনজন ও পাশের কাউকে অনুপ্রেরণা বহিঃপ্রকাশই যেন কমলা গোলাপ। প্রকৃতির স্নিগ্ধতা এবং নমনীয় তার অপর পৃষ্ঠা আরেক নামই যেনো এই কমলা গোলাপ ফুল।
বেগুনী গোলাপ: বেগুনী গোলাপ ফুল বিশ্বস্ততার প্রতীক। বেগুনী রংয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজকীয় সম্মান ও অহংকার। প্রশংসা ও অনেক বড় প্রাপ্তি বুঝাতে বেগুনী গোলাপ ফুল ব্যবহার করা হয়। রানী কে সম্মান জানানোর জন্য বেগুনী ফুল দেওয়া হয়।
সবুজ: সবুজ গোলাপ ফুল মূলত শান্ত ফলপ্রসূ বোঝাতে ব্যবহৃত হয়। প্রকৃতির রং এর সাথে নিজেকে বিলিয়ে দিয়ে প্রকৃতির আরেক রুপের রানী এই সবুজ গোলাপ ফুল।
গোলাপী গোলাপ: লাল আর গোলাপি গোলাপ ফুলের অর্থ একদমই ভিন্ন। গোলাপী গোলাপ ফুল ভালোবাসা কৃতজ্ঞতা স্বীকৃতি প্রতীক নির্ভরযোগ্য প্রিয় বিশ্বস্ত বন্ধুবান্ধব, পরিবারের লোকজন , সঙ্গিনীকে ধন্যবাদ বলতে গিয়ে এইগুলো দিতে পারেন।
কালো গোলাপ: মৃত্যু বা বিদায় বুঝানোর প্রতীক অথবা অশুভ কিছু বোঝানো হয় কালো গোলাপ ফুলকে। তাই কালো গোলাপ সবচেয়ে বেশি অন্ত্যেষ্টিক্রিয়া বা সমাধি স্থান এর প্রদান করা হয়। ধরুন আপনার কাছের মানুষের সময়টা বেশ খারাপ যাচ্ছে, তাকে আপনি খারাপ সময় কে পেছনে ফেলে নতুন দিকে অথবা সমবেদনা জ্ঞাপন কালো গোলাপ ফুল উপহার দিতে পারেন।
গোলাপ নিয়ে প্রচলিত আছে অনেক অনেক ভালোবাসার গল্প সহ বেদনা মধুর ও রোমহর্ষক গল্প! যা ১০০১ রাতের আরব্য রজনীর গল্পকেও হয়তো হার মানাতে পারে। হয়তো কোনো একদিন সেই সব গল্প নিয়ে আবার আসবো।
ছবি: গুগল হতে সংগ্রহ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:০৭