একটা সময় যা মনে আসতো তাই লিখে ফেলতাম সে সব পোষ্ট পড়লে এখন মনে হয় আমি লিখেছিলাম ওসব। তখন ভাবতাম মানুষের মত যদি সুন্দর সুন্দর গল্প লিখতে পারতাম! খুব আফসোস হতো কেন পারিনা একটা-দু'টা গল্প লিখতে। একটি সময় সেটাও পূরণ হল। ভাল গল্প লিখতে পারিনি কখনই কিন্তু হাবিজাবি লিখেছিতো। এখন আরো আফসোস হয় আমার আগের আমিইতো ভাল ছিল। আগের সেই লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি!
কয়েকদিন ধরে ভাবছি কী লিখি কী লিখি....ভাবতে ভাবতেই মনে হল এ পর্যন্ত আগের সব ঈদের পোষ্ট গুলো একসাথে করি। ঈদ সংকলন হোক। যেই ভাবা সেই কাজ।
আপনাদের হয়ত ভাল লাগবে না, কারো কারো বিরক্তও লাগবে। যাই লাগুগ। আমার তো ভাল লাগবে

নেমে পড়লাম কাজে
ছোট্ট দুটো বাচ্চা, যারা ছিল অনাত্নীয় কিন্তু কোন কোন ক্ষেত্রে আত্নীয়ের চেয়ে বেশী ।
ভীষন ভাবে নাড়া দেয় একটি স্মৃতি, যা মনে হলে নিজেকে খুব ছোট মনে হয়।
এক কোরবানীর ঈদের ঘটনা। লজ্জার চেয়ে মজা পেয়েছিলাম বেশী ।

প্রায় প্রতিবার-ই কাপড় কেনার সময় একটা না একটা কাহিনী হয়। সেরকমই একটা ।
শুধু নিজের জন্যেই নিইনি। আপুনিদের জন্যেও ছিলো যদিও ভার্চুয়ালী

সময়ের সাথে সাথে বদলে যায় চিত্র।

আপুদের জন্যে স্পেশালি, ভাইয়াদেরও প্রবেশাধিকার ছিল

গ্রামের বাড়ীতে ঈদ: ছবি ব্লগ-১ ।
ছবি ব্লগ-২
ছবি ব্লগ-৩. সেরা একটি ঈদ ছিল সেটা
এক কোরবানীর ঈদে প্রথম বানিয়েছিলাম সেমাইয়ের শাহী টুকরা

প্রতি ঈদের কমন টেলিফিল্ম আমাদের বাসার


ছোট-খাটো স্মৃতি ।
ঈদ সংকলন এ পর্যন্তই । একটি ফাঁকিবাজী পরিবেশনা।


সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
