আমাদের পক্ষে কারও বেডরুমের নিরাপত্তা দেয়া সম্ভব নয়"
--> এরকম একটি কথা একজন প্রধানমন্ত্রীর মুখে কথাটা কতটুকু শোভন দেখায় ?? নিহত সাংবাদিক দম্পতির প্রতি সমবেদনা না জানিয়ে এরকম রুচিসম্পন্ন (!!) বিবৃতি আপনার কাছ থেকে কোন অবস্থাতেই কাম্য নয় !! আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানও কিন্তু নিজ ঘরেই নিহত হয়েছিলেন। আজ থেকে ৩৬ বছর আগের সেই ঘটনা আপনি যদি না ভুলে যান, তাহলে কিভাবে এই কথা বলা সম্ভব !! ক্ষমতার মসনদে গিয়ে সব কিছু ভুলে যান কেন আপনারা !!
আমাদের অদূরদর্শী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ৪৮ ঘণ্টার মাথায় হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে !!! আপনি যা বলেন, কতটুকু ভেবে বলেন, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনি হয়তোবা একজন অন্তপ্রান আওয়ামী লীগ কর্মী ছিলেন, কিন্তু তার জন্য আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ দিয়ে কতটুকু অন্যায় করা হয়েছে পদটির প্রতি তা একদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারবেন, তা অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী হবার পরে

আর বিরোধী দলের উদ্দেশ্যে বলছি, আপনারা যত কর্মসূচি দেন তার কোনটিতেই স্বতঃস্ফূর্ত সাড়া পাননা কেন জানেন ?? কারণ আপনারা কখনও আন্দোলন করার মত ইস্যু নিয়ে আন্দোলন করেন না। করেন দুর্নীতিগ্রস্থ দুই ভাই তারেক আর কোকোর মুক্তি নিয়ে, করেন খালেদা জিয়া ম্যাডামের সেনানিবাস থেকে উচ্ছেদের প্রতিবাদে, সংসদে সামনে পিছে বসা নিয়ে। সত্যিকারার্থে, বিরোধী দল হিসেবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করলে আজকে আমাদের সরকারী দল আরও সচেতন থাকতো।
আমরা দেশের এই অচলবস্থা থেকে মুক্তি চাই !! "মুক্তি"..........
বিদ্রোহী