অতিচেষ্টাগুলো
মুহীত
তোমাকে আঁকতে চেয়ে আমি চাঁদকে দেখেছি
'চাঁদের আলোয় নীরব রাতকে' __ এঁকেছি ।
তোমাকে হাসতে দেখে আমি জোসনা মেখেছি
আমাকে ভাসতে দেখে তুমি আসবে বুঝেছি ।
তোমাকে দেখতে চেয়ে আমি পথকে ভুলেছি
তোমাকে থাকতে বলে সাথে দূরকে ডেকেছি
তোমাকে রাখতে আঁখিপাতে সুরকে ছুঁড়েছি
তোমাতে মিলতে চেয়ে আমি রথকে ফেলেছি
'পথের ধূলোয় সরব হাতকে' __ ছেড়েছি
তোমাকে থাকতে ছুঁয়ে আমি খুব যে কেঁদেছি
আমাকে জ্বলতে দেখে তুমি গলতে জেনেছি ।
তোমাকে ডাকতে চেয়ে আমি ঘাত-কে ডেকেছি
তোমাকে রাখতে চেয়ে কাছে দিনকে মুছেছি
তোমাকে জানতে চেয়ে কীযে ঋণকে খুঁজেছি
তোমাতে আলতো ছুঁয়ে আমি প্রাণকে সপেছি
'ঋণের সুতোয় চরম আখ্যা' __ রেখেছি
তোমাকে শিখতে চেয়ে আমি দীক্ষা ভুখেছি
আমাকে ভুলতে চেয়ে তুমি কাঁদতে শুনেছি ।
তোমাকে চিনতে চেয়ে আমি গুনতে বসেছি
তোমাকে ছিনতে চেয়ে আমি জ্ঞানকে দলেছি
তোমাকে ধরতে যেয়ে চাঁদে মনকে বেঁধেছি
তোমাতে আলতা থুয়ে আমি রক্তে ভিজেছি
'দিনের ছুতোয় পরম শিক্ষা' __ শিখেছি
তোমাকে জ্বলতে বলে আমি নিজকে জ্বেলেছি
আমাকে হারতে দেখে তুমি মরতে ভেবেছি ।
তোমাকে কিনতে চেয়ে আমি ঘিনতে শিখেছি
তোমাকে সাধতে যেয়ে কভু লিখতে বসেছি
তোমাকে ভুলতে যেয়ে তবু লজ্জা পুষেছি
তোমাতে স্বপ্ন রুয়ে আমি কল্প বুনেছি
'মনের চূড়োয় উদোম ভিক্ষা' __ ভিখেছি
তোমাকে বাঁচতে বলে আমি এমনি মরেছি
আমাকে বাঁধতে বাহুডোরে নাচতে মেনেছি ।
তোমাকে আনতে চেয়ে বুকে বুক কে ভেঙেছি
তোমাকে রাখতে চেয়ে সুখে দুঃখে হেরেছি
তোমাকে বুনতে চেয়ে মনে মনকে চিরেছি
তোমাতে গল্প হয়ে আমি অল্প হেসেছি
'বনের পূজোয় হৃদম রক্ষা' _ শুনেছি
তোমাকে আসতে বলে আমি তেমনি সরেছি
আমাকে মরতে দেখে কেনো মরবে বিলাসী ।
নিজেকে ছাঁকতে চেয়ে যেনো রাঁধতে চলেছি
নিজেকে মারতে কোপে কোপে কাটতে এসেছি
নিজেকে সত্যি বলে আজো মরতে বলেছি
তোমাতে ব্যাখা বয়ে আমি কাব্য গেঁথেছি
'পণের কুঁজোয় কদম সখ্যা' __ বুনেছি
তোমাকে মিথ্যে বলি নাতো ভুলতে পেরেছি
কারুকে বলতে মানা মুখে বিষ-যে ঢেলেছি ।
২৩.৩১৬ রাত ০১:০২