সত্য শোনো মাগো
মুহীত
মাগো খুব শান্তিতে আছো জানি ওখানে
মাটির ঘরে নাতিশীতোষ্ণ স্বর্গ সোপানে ।
তুমি চলে গেছো ভালো করেছো সত্যি
এখানে অমানুষের দলেভারী
মন বিবেক আর মনুষ্যত্ব নাই এক রত্তি ।
আমাদের দেশে আমরা চোর সবাই তাই
ঘরের শত্রু বিভীষণ লুটে খায়
দেশের টাকার দেখভাল করে বিদেশীরাই ।
সেই-ই রাজকোষও হরি-লুট হয় বাতাসে
বড় চোর বলে কি আর হয়েছে
রক্ষক-হাত ভক্ষক হয় মায়া কান্না কাঁদে সে ।
স্বাধীনতা অর্জনে সহযোগীতাকারী ভগ্নি
ওড়না উড়িয়ে আঁকায় গন্ডি
চৈত্রমাসে খরায় শুকায় বর্ষায় জল লগ্নি ।
এখানে সরকারের অনেকে ইয়াবার দালাল
শিক্ষালয়ে মাদকে সমতাল
বিরোধীরা অনেকে মদ-গাঁজায় মালামাল ।
এখানে নেশার যোগানে পেশাজীবী মহল
সাদার আড়ালে কালোয় সচল
গাড়ী ভর্তি টাকার বস্তা মন্ত্রী হাস্যোজ্জ্বল ।
জন্মদাতাকে কুপিয়ে জননীকে করে জবাই
ভাই-বোনও বাদ যায় না তাই
বাবা-মা তবে কেন কম র'বে ওরাও কসাই ।
মাগো তুমি দেখছো বোধহয় সবই এখানের
বিনা-পুঁজি ব্যবসায় শরীরের
মালিকেরা বেশী সুন্দর সুস্থ বিক্রয়ী দোকানের ।
স্বামী বালিশচাপায় দম বন্ধে মারে স্ত্রীকে
যুবক এসিড ছুঁড়ে যুবতীকে
বধুয়া হাতে গলাকাটা লাশ হয় বর পলকে ।
মাগো জনগণ জানে পাঁচ বছরের পালাবদল
গদিধারী বলে কুড়ি অন্তর
অন্য জিহ্বা লালায়িত সংসদ যেন শপিংমল ।
সিঁধেল চোর মেম্বর প্রার্থী সাদা জামা গায়ে
গোয়ালঘরের ব্যাভিচারিনী যে
সেও প্রার্থক পদের গরুচোরেও নেতা রায়ে ।
আমিই মাত্র বড্ড বেমানান এই দুনিয়ার দোলে
মাগো তুমি কোথায় নাও ডেকে তোমার কোলে ।
১৬.৩.১৬ সকাল ১০:১১