বেসুরীয়া
মুহীত
পাথুরে হরতালে শান দেয়া ক্ষুর আছে কি
কিংবা বাজার থেকে উধাও হওয়া কাঁচি
অথবা একটাকা দামের ব্লেড যা দো'মুখী !
নিজের হাতে বামের কানটা কাটতে চাচ্ছি ;
বাংলাদেশ টু আমেরিকা পর্যন্ত সেতু বুনেছি
সেতুর পিলার করেছি জনগণের খুলি ভেঙে
আর পাটাতনে বাঙালিজাতির বুকের ফিঙে
মহাকালের ক্লেদ জমা খেদে কালা হয়েছি ।
পাওনাদার কিছু বললেই শুনিনা কেনো ছিঃ
দেনদরবারে এগিয়ে যদিও দেনাদার নই
সবাই তো আপন ভেবেই কিছু দিবে সই
প্রেয়শীর ফিসফিসেই সারারাত সারাদিনই ।
নাওয়া খাওয়া ভুলে মেতে খেলি কানামাছি
হাওয়া খেয়ে পেট ভরেনা তাই এ লুকোচুরি
পাওনা আদায় ছুরি হাতে করিনা জোচ্চুরি
ডান কানে ময়লায় ভরাট তেলেবেগুনে ঘি
মাঝেমধ্যে নাকে নস্যিতে শুনি হেসে-কাশি
বাঁশরিয়া আমি গলা কাটি নিজেরটা তবে না
আষাঢ়িয়া চাষে মত্ত আমার দু'চোখ র'বেনা
পথিমধ্যে বাঁকে বড়শিগাঁথা মনে বাজে বাঁশি ।
১৭.৩.১৬ রাত ০০:৫০