ভোজং লংকা
মুহীত
বর্ণ দেখে কর্ম ভেবে কর্ণ ছুঁতে চাস
স্বর্ণ মেখে চর্ম কবে মর্ম রূপে পাস !
দক্ষ জিভে অর্শ ক্ষুধা চর্চা পরিহাস !!
গর্ব নিয়ে খর্ব হয়ে সর্ব যদি খাবি
পর্ব জয়ে ঘর্ম বয়ে ধর্ম কি গো পাবি !
ভক্ষ নেশা দীর্ঘ পেশা পূর্তি হলে নাশ !!
দর্পভরে সর্প হলি বর্ম কি সে মনে
অর্থ ভুলে নর্তকীরে নাচতে নিলি বনে !
অক্ষ গলে সূক্ষ্ম ছলে পর্দাবহে ফাঁস !!
গর্জ স্বরে আর্ত মেনে শর্ত দিলি মেলে
অর্ধ চোখে বর্গী করে মর্জি নিলি জ্বেলে !
পক্ষ বেছে কর্তা সেজে নর্দমাতে লাশ !
০৪.৩.১৬ দুপুর ০২:০৬
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০