গতকালই মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ৪দিনের একটি ট্যুর দিয়ে আসলাম। সাথে আমার বউ আর ছেলে ছিল। প্রথমবারের মত আমার ছেলেকে নিয়ে দেশের বাইরে যাওয়া। ৪ দিনে কি করে ২ দেশ ঘুরে আসা যায় তা অনেকের কাছেই বোধগম্য নয়। এত অল্প সময় নিয়ে তো এক শহড় দেখাই হয় না আবার দুই দেশে যাওয়া? কাজে গেলে না হয় এক কথা। এক বন্ধু তো বলেই বসল আসলেই গিয়েছিলে নাকি মোবাইল অফ করে উত্তরার কোন হোটেলে ছিলে?
আমার এক বন্ধু সিঙ্গাপুর কাজ করত। তার জীবনের মূল উদ্দেশ্যই ছিল দেশের বাইরে কাজ করে সেটেল হওয়া। পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা থাকলে নাকি ইউরোপ-আমেরিকার অনেক দেশের ভিসা পাওয়া সহজ হয়। তাই তারা সিঙ্গাপুর থেকে প্রায়ই রাত ১২টার আগে মালয়েশিয়া যেত আবার ১২টার পর পরের দিনের সিল মেরে সিঙ্গাপুর চলে আসত। এই করে করে পাসপোর্টে বেশ কয়েকবার মালয়েশিয়ার ভিসা নিয়েছে। আমার নিজের কাছে মনে হচ্ছে আমিও যেন শুধুমাত্র ভিসা সিল মারার জন্য ২ দেশ গিয়েছি।
অনেক কাল আগে একবার ভারতের বর্ডারের খুব কাছে গিয়ে ফিরে এসেছি। বারবার মনে হচ্ছিল একবারের জন্য শুধুমাত্র যদি পা দিয়েও চলে আসতে পারতাম। আমার এবারের ট্যুরটাও যেন মালয়েশিয়া-সিঙ্গাপুরে পা দিয়ে চলে আসার মত।
দেশ নিয়ে কিছু বলার মত করে ঘুরি নাই। এই দেশগুলো নিয়ে কিছু বলার মত জ্ঞান আমার হয় নাই। কারন তেমন কিছুই দেখা হয় নাই চক্ষু মেলে। এমনকি এ থেকে কেউ তেমন কোন টিপস বা গাইডলাইন পাবে তাও আমার মনে হয় না। তবুও কিছু কিছু গল্প আছে যেগুলো না করলে হয়ত অন্যায়ই হবে। সেই গল্প আশা করি কাল থেকে করব।
যদি কারো ভাল লাগে এই আশায় প্রতিবারই লিখি। তেমন কেউ যখন পড়ে না তখন ভাবি আর লিখব না। তবুও আবার লিখি। কেন লিখি তাও জানি না।