রাজাকার বলে ওরা যা বোঝায়
আমি তেমন কেউ নই,
আমার বংশধারায় রাজাকারের রক্ত আছে কিনা
তাও জানি না।
একাত্তরের রক্তঝরা দিনগুলোতে যখন
জাগ্রত বাঙালিরা অস্ত্র হাতে লড়েছে
তখন আমি এ পৃথিবীর মুখ দেখিনি,
বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ "জয় বাংলা"স্লোগান
কিংবা গোলাম আযমের "পাকিস্তান জিন্দাবাদ"
কোনটাই আমি শুনিনি,
তবু আমায় দেখলেই ওরা বলে,তুই রাজাকার।
গত চব্বিশ বছরে একবারও আমি স্বাধীনতা
বিরোধী দালালদের সাথে একমত হইনি,
আমি আমার মায়ের মত ভালোবাসি বাংলাকে
ভালোবাসি বাংলাদেশের লাল-সবুজ পতাকার অস্তিত্বকে
তবু আমায় দেখলেই ওরা বলে,তুই রাজাকার।
আমি শাহবাগ, গুলিস্তান-শাপলা চত্বরে,মানিক মিয়া এভিনিউর জনসমুদ্রে দাঁড়িয়ে
বার-বার চিৎকার করে বলি,
না,হানাদার দোসর-গোলামরা আমার কেউ নয়
তবু আমায় দেখলেই ওরা বলে,তুই রাজাকার।
আমি প্যান্ট-শার্ট পরা বড়চুলের মাস্তান নই বলে
নাকি রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করি না বলে
জানি না কোন সে উন্মাদনায় মাতাল হয়ে ওরা
ঢালাও গালি দেয় আমার বংশ তুলে!
আমি গণহত্যা আর নারী ধর্ষণের বিরোধী
তবু আমায় দেখলেই ওরা বলে,তুই রাজাকার।
ছিনতাই আর দাঙ্গাবাজি আমার পেশা নয় বলে
নাকি ধর্মকে 'আফিম' বলা বা 'মধ্যযুগীয় বর্বরতা' বলা অপবাদে বিশ্বাসী নই বলে
আমি দেশাত্ববোধের জাগ্রত চেতনায় সজাগ
জিহাদের নামে বোমাবাজি আর রগকাটার মত কুকর্ম আমি করি না
তবু আমায় দেখলেই ওরা বলে,তুই রাজাকার।
নেতৃত্বের ছদ্মাবরণে শোষণই যাদের ধর্ম
জনতার রুদ্ররোষকে পুঁজি করে যারা কালো টাকার পথ খোঁজে
সাম্যের ছুঁতোয় যারা কৃষক-শ্রমিকের রক্তের উপর গড়ে তোলে সুখপ্রাসাদ
আমি তাদের গলাবাজির রাজনীতি মানি না
কিংবা নষ্টা মেয়ের নষ্ট গদ্য,লজ্জা ইত্যাদির ভক্ত নই
তবে দাড়ি রেখে বড় জামা-টুপি পরে থাকি
তাই ওরা আমায় দেখলেই বলে,তুই রাজাকার।
আমি বটতলা,শহীদ মিনারে কবিতার আসর দেখেছি,
ওদের সম্মিলিত গোষ্ঠীর নির্লজ্জ ব্যঙ্গ দেখেছি বহুবার।
আসলে রাজাকার নয়,দাড়ি-টুপি আর ইসলামই ওদের টার্গেট,
কারণ,ইসলাম পশুত্বের নগ্ন আচরণ আর দুর্নীতির সনদ দেয় না,
দেয় না গরিবের রক্ত দিয়ে প্রভুদের তৃষ্ণা মিটাতে
তাই ক্রোধান্ধ হিংস্রতা নিয়ে ওরা বলে,তুই রাজাকার।
ওরা আমার নাগরিক স্বাধীনতা হরণে উদ্যত,
পবিত্র আহবান শুনে তেড়ে আসে হায়েনার মত,
ধর্মের কথা শুনলেই সাম্প্রদায়িক দাঙ্গার ধ্বনি তোলে,
হানাহানির উস্কানি দিয়ে উত্তপ্ত করে পরিবেশ।
আমি আজও দৃপ্ত কণ্ঠে বলি
আইয়ুব-ভুট্টোর ষড়যন্ত্রে আমার কোন হিস্যা নেই
আমি কোনটাই দেখিনি,কিছুই শুনিনি
তবু আমায় দেখলেই ওরা বলে,তুই রাজাকার।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪