
যুক্তরাষ্ট্র এবং চীন মিলে ১০০ ডলার মূল্যের ট্যাবলেট কম্পিউটার তৈরি করছে যাতে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বাধুনিক সংস্করণ ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহার করা হচ্ছে। খবর সিনেট-এর।
৭ ইঞ্চি মাপের এ ট্যাবলেটটিই আইসক্রিম স্যান্ডইউচচালিত প্রথম ট্যাবলেট হিসেবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বাজারেও শিগগিরই চলে আসবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান এমআইপিএস টেকনোলজিস এবং চীনা মোবাইল চিপ নির্মাতা ইনজেনিক সেমিকন্ডাক্টর এ ট্যাবলেট তৈরি করেছে।
৭ ইঞ্চি মাপের ট্যাবলেটটি ছাড়াও ৮ এবং ৯ ইঞ্চি মাপের ট্যাবলেটও শিগগিরই বাজারে ছাড়ার কথা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানদুটি।
ট্যাবলেটগুলোকে বলা হচ্ছে ‘মিপস ট্যাব’।
ট্যাবলেটে ফিচার হিসেবে রয়েছে এমআইপিএসভিত্তিক ১ গিগাহার্টজ ক্ষমতার জেজি ৪৭৭০ প্রসেসর, ভিভানটি জিসি৮৬০ গ্রাফিক্স, ১০৮০ পিক্সেল ভিডিও ডিকোডিং সুবিধা, ট্যাবলেটের উভয় পাশে ক্যামেরা, ৭ ইঞ্চি মাপের মাল্টিটাচ ক্যাপাসিটিভ স্ক্রিন, ওয়াই-ফাই, ইউএসবি ২.০, এইচডিএমআই ১.৩ এবং মাইক্রোএসডি পোর্ট সুবিধা।