বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপিকা --- ড. সুফিয়া আহমেদ।
প্রথম নারী ডীন (ঢাকা বিশ্ববিদ্যালয়) --- বেগম আজিজুন্নেসা।
প্রথম নারী প্রো-ভিসি (ঢাকা বিশ্ববিদ্যালয়) --- জিন্নাতুন নেসা তাহমিদা বেগম।
কর্মকমিশন সচিবালয়ের প্রথম নারী চেয়ারম্যান --- জিন্নাতুন নেসা তাহমিদা বেগম।
প্রথম নারী অধ্যক্ষ --- অধ্যাপিকা ড. হোসনে আরা তাহমিন (চারু)।
বাংলা একাডেমীর প্রথম নারী মহাপরিচালক --- ড. নীলিমা ইব্রাহিম।
বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী মহাব্যবস্থাপক --- নাজনীন সুলতানা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রথম নারী মহাব্যবস্থাপক --- আনিসা হামিদ (সোনালী ব্যাংক)।
ব্যাংকিং খাতে প্রথম নারী মহাব্যবস্থাপনা পরিচালক --- আনিসা হামিদ (কমার্স ব্যাংক)।
সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি --- বেগম নাজমুন আরা সুলতানা।
প্রথম মহিলা আইনজীবি --- সিগমা হুদা।
প্রথম নারী ব্যারিষ্টার --- রাবেয়া ভুঁইয়া।
প্রথম নারী কাস্টমস কমিশনার --- হাসিনা খাতুন।
প্রথম নারী ওসি --- রাশিদা পারভীন।
প্রথম নারী ব্রিগেডিয়ার --- সুরাইয়া বেগম।
"সোর্ড অব অনার" লাভকারী প্রথম নারী --- মারজিয়া ইসলাম।
প্রথম নারী বৈমানিক --- কানিজ ফাতেমা রোকসানা।
"অল উইমেন ফ্লাইট" পরিচালনাকারী প্রথম নারী --- ক্যাপ্টেন শাহানা।
প্রথম "বীর প্রতীক" খেতাব লাভকারী নারী --- ক্যাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী) ও মোসাম্মৎ তারামন বিবি (গণবাহিনী)।
প্রথম নারী রাষ্ট্রদূত --- মাহমুদা হক চৌধুরী।
প্রথম নারী কূটনীতিক --- তাহমিনা খান ডলি।
প্রথম নারী সচিব --- জাকিয়া আকতার চৌধুরী।
প্রথম নারী নোটারি পাবলিক --- কামরুন্নাহার লাইলী।
প্রথম নারী প্রধানমন্ত্রী --- বেগম খালেদা জিয়া।
প্রথম বিরোধীদলীয় নারী প্রধান --- শেখ হাসিনা।
প্রথম নারী ভূতত্ত্ববিদ --- আফিয়া আকতার।
প্রথম সফল টেষ্ট টিউব বেবির নারী চিকিৎসক --- ডাঃ পারভিন ফাতেমা।
প্রথম নারী "সি এ" ডিগ্রি লাভকারী --- সুরাইয়া জান্নাত।
বাঙ্গালী প্রথম নারী চিকিৎসক --- ডাঃ জোহরা বেগম কাজী।
বাঙ্গালী প্রথম নারী গ্রাজুয়েট --- কামিনী রায় ও যামিনী রায়।
ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙ্গালী নারী --- আরতি সেনগুপ্ত (ভারত)।
বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপন্যাসিক --- স্বর্ণ কুমারী দেবী।
প্রথম নারী মুসলিম ঔপন্যাসিক --- নূরুন্নেছা খাতুন বিদ্যাবিনোদিনী।
প্রথম নারী কবি --- চন্দ্রাবতী।
প্রথম নারী মুসলিম কবি --- মাহমুদা খাতুন সিদ্দিকা।
প্রথম নারী মুসলিম গদ্য লেখিকা --- বিবি তাহেরুন নেসা।
বাংলা চলচ্চিত্রে প্রথম নারী অভিনেত্রী --- পূর্ণিমা সেনগুপ্ত।
প্রথম মুসলিম নারী অভিনেত্রী --- বনানী চৌধুরী।
প্রথম নারী চিত্রপরিচালক --- রেবেকা (বিন্দু হতে বৃত্ত)।
প্রথম নারী আলোকচিত্র শিল্পী --- সাঈদা খানম।
ঢাবি'র প্রথম মুসলিম ছাত্রী --- ফজিলাতুন্নেসা।
মুক্তিযুদ্ধে প্রথম নারী শহিদ --- মেহেরুন্নেছা।
বাংলাদেশের প্রথম নারী প্যারেড কমান্ডার --- এলিজা শারমিন।
সূত্রঃ সাধারণ জ্ঞানের বই