বাংলানিউজটোয়েন্টিফোর.কম হলুদ সাংবাদিকতা দেখুন কোন পর্যায়ে পৌছেছে।
সোহাগ পরিবহনে আবারও ছারপোকা!
আবারও সোহাগ পরিবহনের বাসে ছারপোকার উৎপাতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ওই পরিবহনের এসি বাসে ভ্রমণের সময় ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে সানজিদা আক্তার নামের এক যাত্রী মোবাইল ফোনে বাংলানিউজকে বাসের সিটে ছারপোকা ও যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বিলম্বে পৌঁছানোর অভিযোগ করেন।
একই অভিযোগে পরিবেশ অধিদপ্তর গত ৩ জুলাই এই পরিবহন কোম্পানিকে ৪ লাখ টাকা জরিমানা করেছিলো।
সানজিদা আক্তার বাংলানিউজকে জানান, সোমবার সোহাগ পরিবহনের ঢাকা থেকে খুলনাগামী বাসে এক হাজার টাকায় টিকিট কিনেন তিনি। টিকিট নাম্বার অটউ ৯১২০১৪৬, কোচ নাম্বার এস-৪৫৫। এদিন বিকাল তিনটা ৫০ মিনিটে কল্যাণপুর থেকে খুলনার উদ্দেশে রওনা হন। সাভার পার হবার পরে স্ক্যানিয়া বাসের তার আসনে বসে থাকতে শুরু হয় ছাড়পোকার উৎপাত, বিষয়টি বাসের গাইড মিজানকে জানালে তিনি সামান্য মশা মারার অ্যারোসোল এনে স্প্রে করে দিয়েই দায় এড়িয়ে যান।
খুলনা যাওয়ার পথে বাসটি দৌলতদিয়া ঘাট পার হয়ে প্রথমে বিকল হয়ে প্রায় আধা ঘণ্টা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, দ্বিতীয় দফা বিকল হয় মধুখালী ব্রিজ পার হয়ে, সেখানে প্রায় দে’ড় ঘণ্টা দাঁড়িয়ে থাকে বাসটি। এর পর নিদিষ্ট সময়ের প্রায় দুই ঘণ্টা পর খুলনা পৌঁছায় সোহাগ পরিবহনের বাসটি।
তিনি অভিযোগ করে বলেন, সোহাগ পরিবহনের ওই বাসের আসন থেকে দুটি ছারপোকা পেয়েছেন।
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বিভিন্ন স্থানে অভিযোগ করবেন বলে জানান।
এ ব্যাপারে সোহাগ পরিবহনের জেনারেল ম্যানেজার নাসির উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে সোহাগ পরিবহনের বুকিং এক্সিকিউটিভ মেলী নামের এক নারী বাংলানিউজকে বলেন, ``এখন অফিসে কেউ নেই। আপনি অন্য সময় যোগাযোগ করেন।``
এর আগে সোহাগ পরিবহনের বাসে ছারপোকা পাওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ মুনীর চৌধুরী গত ৩ জুলাই ওই প্রতিষ্ঠান থেকে জরিমানার টাকা আদায় করেন।
সোহাগ পরিবহনে ভ্রমণ করার সময় একটি শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে তিন বার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এ সময় কয়েকটি আসনে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব শুরু হলে যাত্রীরা অস্বস্তিতে পড়েন।
ওই ঘটনায় সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে অধিদপ্তরে তলব করে জরিমানা করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতে একই অভিযোগ পাওয়া গেলে বাস জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়েছিলো।
সূত্র
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৪