শিক্ষামূলক গল্পঃ
-চল কোথাও থেকে ঘুরে আসি।
--আজ অনেক ঠাণ্ডা বাইরে; তার চাইতে চল বিলিয়ার্ড খেলি।
-অতো শক্তি নেই এখন। এর চাইতে চল মুভি দেখে আসি।
--মুভি দেখলে তো ঘরে বসেই দেখা যায়। থাক বাদ দাও। ঘরেই থাকি তার চাইতে বরং।
সপ্তাহের প্রতি ছুটির দিনে এভাবেই আর যাওয়া হয়ে ওঠেনা কোথাও মিস্টার আর মিসেস আলসের। অথচ প্রতি রাতে এটা নিয়েই মিসেস আলসের অভিযোগের অন্ত নেই। অপরদিকে দিনের শেষে অযথা কথা বলতেও আলসেমী লাগে মিস্টার অালসের; তার চাইতে চুপচাপ ঘুমিয়ে যাওয়াই তার কাছে আরামের মনে হয়।
দেখো তো লিটিল আলসে চিৎকার করছে কেন। যাও গিয়ে ধরে নিয়ে এসো। বুয়া গেলো কই? লিটিল আলসেটা নতুন নতুন হাঁটা শিখেছে। কি এক খেলা পেয়েছে; হেটে হেটে সোজা টয়লেটে গিয়ে বালতির ভেতর উবুৎ হয়ে ঘুমিয়ে যায়। যদিও সে হাটতে পারলেও হাটে না; গড়িয়ে গড়িয়ে যায়। আলসে ফ্যামিলির ভবিষ্যৎ আলসে। পিচ্চির জ্বালায় বালতিতে পানি রাখা হয়না; যদিও পানি ধরাই হয়না। কারন বালতিতে পানি ধরার জন্য কল ছেড়ে তার সামনে দাড়িয়ে থাকবে কে শুনি?
মিস্টার আলসে মিসেস আলসের কোথায় খুব বিরক্ত হলেন; সে যাবে কিনা লিটিল আলসেকে খুঁজতে?
-সারা সপ্তাহ কাজ করলাম আর এখন বাসাতেও আমাকেই বাচ্চা সামলাতে হবে? তুমি কি করো শুনি?
--বা রে; আমি যে সারা সপ্তাহ পিচ্চিকে সামলাই তার কি হবে?
-পিচ্চিকে যদি তোমারই সামলাতে হয় তবে টাকা দিয়ে বুয়া রাখলাম কি করতে?
হায়রে বুয়া; সে যে কই কে জানে। লিটিল আলসে কতক্ষন ধরে কান্না করছে। বুয়া গেলো কই?
এই বাড়ির বুয়া আবার আরেক আলসে; তার ঘুমানোর কোন আলাদা পরিবেশ লাগে না। সে গোসল করতে করতে ঘুমাতে পারে; টয়লেট করতে করতে ঘুমাতে পারে; রান্না করতে করতে ঘুমাতে পারে; এমনকি ঘুমাতে ঘুমাতেও ঘুমাতে পারে!!!
মিস্টার আর মিসেস আলসে সোফাতেই ঘুমিয়ে গেলেন। রান্না বান্না হলনা; খাওয়া দাওয়াও হলনা। তাদের ঘুম ভাঙলো পরদিন সকালে।
মিসেস আলসে টয়লেটে গিয়ে লিটিল আলসেকে বালতিতে ডুবে থাকতে দেখলেন। ট্যাপ থেকে চিকুন ধারায় পানি পড়েই বালতি ভড়েছে। তাদেরই কেউ একজন আলসেমী করে পানির কল শক্ত করে আটকে রাখেনি। গতকাল রাতে পানিতে ডুবে দুবেই বাবু চিৎকার করছিল; তারা বুঝতেই পারেন নি।
দৌড়ে ডেকে তুললেন স্বামীকে;
এবার কেউ আর আলসেমি করলেন না; দৌড়ে ফোন করলেন এ্যাম্বুলেন্স কে। অন্যজন যেহেতু জানেন যে সব শেষ; তাই তিনি ফোন করলেন পুলিশকে।
কিন্তু বুয়া কই???
বুয়া ঘুমায়; বাবুর খাটের তলায়।
তাকে কে ডেকে তুলবে? মিস্টার নাকি মিসেস আলসে?
জানা নেই!!!
### গল্প থেকে শিক্ষাঃ নিজের সম্পদ নিজে রক্ষা করুন; কষ্ট হবে ভেবে নিজের সম্পদের দায়িত্ব অন্য কাউকে দিলেন তো.........নিশ্চিত মাড়া খাবেন :/
অভিজ্ঞতা থেকে বললাম

ফেসবুক পোস্ট লিঙ্কঃ Click This Link