মেয়েটির নাম নিসু; ফুলা গালের গুলটুস-ফুলটুস একটি মেয়ে।
ফেসবুকের বাইরে চিনতাম না আজকের আগে; মাঝে মধ্যে অবশ্য ফোনে কথা হত।
বাচ্চা একটা মেয়ে; কিন্তু কথা-বার্তা শুনলে মনেহয় বুড়ি থুড়থুড়ি, আপাদমস্তক ইঁচড়ে পাকা একটা

আজ তার বাসার দিকেই ছিলাম; ভাবলাম কল করে দেখি।
এতদুর এলাম যখন ফাস্ট মিট একটা করেই যাই

আধা ঘণ্টা বসিয়ে রেখে তিনি নামলেন; হাতে বিশাল এক বস্তা।
কিসের বস্তা কে জানে; তার সাজুগুজি দেখে অনুমান করলাম বস্তার ভেতরে নির্ঘাত কসমেটিক্স আছে

আমাকে রোদে বসিয়ে রেখে সাজুগুজু :O
মাইয়ারে মাইয়া :/
পকেটে টাকা পয়সা নাই; তাও দেখা হলে ফুচকা খাওয়াবো কথা দিয়েছিলাম বলে ২ প্লেট ফুচকা সাবার করে যখন ঝাল বেশী দিয়ে একটা চটপটি চাইলো, সাথে আবার হাফ লিটার কোক; তখন ভয়ই পেয়ে গেলাম। এতো টাকা পামু কই :/
বিল দিলাম; মন একটু একটু খারাপ।
দেখা করেও তো পড়লাম বিপদে

ভেবেছিলাম যাওয়ার সময় নীলক্ষেত ঘুরে যাবো; সে আশায় গুঁড়ে বালি :'(
রিক্সা ভাড়া নিয়েই এখন টানাটানি :/
বিদায় নিয়ে চলে আসছিলাম; নিসু ডেকে বলে, "ভাইয়া, এইগুলো তোমার জন্য। আমার পক্ষ থেকে গিফট। পুরনো বলে রাগ করোনা।"
কি আছে বস্তার ভেতরে খুলে দেখতে গেলাম; বাধা দিলো।
বললো বাসায় গিয়ে দেখতে।
বিকাশ ওয়ালেট থেকে ১০০ টাকা ক্যাশ আউট করে সেই টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে বাসায় এলাম।
বস্তা খুলতেই মনটা আনন্দে নেচে উঠলো ^_^
একটা ম্যাসেজ এলো ফোনে; সেখানে লেখা "বই গুলো আমার বড় বোনের। এখন বিদেশ থাকে। বইগুলোর কোন অভিভাবক নেই; পড়ারও কেউ নেই। আবার এলে আগে আগেই জানিও। বইগুলো মুছে প্যাক করে রাখব; নিয়ে যেও। আজ এর থেকে বেশী আনতে পারলাম না; গায়ে শক্তি নাই। আমি মোটা মানুষ; বোঝই তো"

চোখে জল চলে এলো (আজকে আর Cookএ না; চোখেই এলো); ফেসবুক আসলেই এমন কিছু সম্পর্ক তৈরি করে দিয়েছে যার জন্য আমি আজীবন ফেসবুকের কাছে ঋণী থাকবো।
বড় ভাই, বড় বোন, খালামনি, বান্ধুবি-বন্ধু-শত্রু-চুদিরভাই; আরও কত শত সম্পর্ক।
রিয়েল লাইফের বন্ধুদের চাইতে আজকাল ভার্চুয়াল বন্ধু গুলোকেই বেশী আপন মনে হয়।
নিসু; তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না

খুব তাড়াতাড়িই আবার দেখা করবো শিওর; এইবার আর কিপ্টামি করবো না।
যত ইচ্ছা ফুচকা-চটপটি-কোক খেও তুমি

ফেবু পোস্ট লিঙ্কঃ http://goo.gl/MGlUaT
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০১